• প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাংলাই দেয়, বাকিরা মিথ্যা প্রচার করে, উত্তরবঙ্গে দাবি মমতার
    আনন্দবাজার | ১১ নভেম্বর ২০২৪
  • শুধুমাত্র পশ্চিমবঙ্গেই মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের ব্যবস্থা রয়েছে। অন্যান্য রাজ্যে শুধু প্রতিশ্রুতিই দেওয়া হয়, টাকা মেলে না! উত্তরবঙ্গ সফরে গিয়ে এ বার এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    সোমবার উত্তরবঙ্গ সফরে গিয়ে মমতা দাবি করেন, ভারতের অন্য কোনও রাজ্যে লক্ষ্মীর ভান্ডারের মতো মাসে মাসে টাকা দেওয়া হয় না। প্রচারের জন্য রাজনৈতিক দলগুলি মিথ্যা প্রতিশ্রুতি দেয়। সম্ভবত মহারাষ্ট্রে আসন্ন নির্বাচনের মুখেই এই মন্তব্য মমতার। তবে মহারাষ্ট্রের নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন করা হলে মমতা বলেন, ‘‘অন্য কোনও রাজ্যের বিষয়ে কোনও টিপ্পনী কাটতে চাই না। নির্বাচনের আগে এরকম মন্তব্য করা উচিতও নয়। তবে নিশ্চয়ই চাইব, মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিন।’’

    প্রসঙ্গত, ভোটপর্বে পশ্চিমবঙ্গের ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের ধাঁচে মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী শিন্ডের নেতৃত্বাধীন জোট সরকার চালু করেছিল ‘লাডকি বহিন’ প্রকল্প। এই প্রকল্পে মহিলাদের প্রতি মাসে দেড় হাজার টাকা করে ভাতা দেওয়া হচ্ছে। এর মধ্যেই আবার শিন্ডে প্রতিশ্রুতি দেন, বিধানসভা ভোটে জিতলে এই ভাতার পরিমাণ ১,৫০০ টাকা থেকে বাড়িয়ে ২,১০০ টাকা করা হবে। তার পরেই রাহুল গান্ধী, শরদ পওয়ার, উদ্ধব ঠাকরে প্রমুখ মুম্বইয়ে বিরোধীদের ‘মহা বিকাশ আঘাড়ী’র যৌথ প্রচারের মঞ্চ থেকে ঘোষণা করেন, তাঁরা ক্ষমতায় এলে ‘মহালক্ষ্মী যোজনা’ চালু করে মহিলাদের মাসে ৩ হাজার টাকা করে ভাতা দেওয়ার ব্যবস্থা করবেন।

    সোমবারই পাহাড় সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। সকালেই কলকাতা থেকে রওনা দিয়েছেন তিনি। সেখানে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টেয় জিটিএ সদস্যদের সঙ্গে বৈঠক করবেন মমতা। পাহাড়ের উন্নয়নে জিটিএ’র সদস্যদের কোনও নতুন নির্দেশ মুখ্যমন্ত্রী দেবেন কি না সেই দিকেও চোখ রয়েছে পাহাড়ের রাজনৈতিক মহলের। এর পর আগামী ১৩ তারিখ, বুধবার দুপুরে দার্জিলিং চৌরাস্তায় সরস মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। শেষে দু’দিনের পাহাড় সফরে সেরে আগামী ১৪ নভেম্বর শিলিগুড়ি হয়ে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। কলকাতায় ফিরেই আগামী ১৫ নভেম্বর বীরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজারহাটে আদিবাসী ভবনে একটি অনুষ্ঠানে যোগ দেবেন মমতা।

  • Link to this news (আনন্দবাজার)