মেট্রো সূত্রের খবর, পশ্চিমমুখী সুড়ঙ্গে ট্রেন চলবে মহাকরণ থেকে হাওড়া ময়দানের মধ্যে।যদিও, পূর্বমুখী সুড়ঙ্গের মেট্রোপথে হাওড়া ময়দান থেকে এসপ্লানেড পর্যন্ত পুরো অংশেই পরিষেবা মিলবে। এর ফলে ওই পথে এসপ্লানেড থেকে হাওড়ামুখী যাত্রীরা ট্রেন পাবেন না। তাঁদের মেট্রো ধরতে হবে মহাকরণ স্টেশন থেকে। আবার, হাওড়া থেকে এসপ্লানেড আসবেন যাঁরা, তাঁদের বেশ খানিকটা অসুবিধার সম্মুখীন হতে হবে। কারণ, পুরো পথ যাচ্ছে, এমনট্রেনের সংখ্যা তাঁদের ক্ষেত্রে কমে আসবে। তাই পশ্চিমমুখী সুড়ঙ্গে মহাকরণ থেকে হাওড়া ময়দানের মধ্যে ট্রেনের সংখ্যাবাড়িয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। দু’টি পথ মিলে সারা দিনে ১১৮টি ট্রেনের পরিবর্তে ১৫০টি ট্রেন চলবে। পাশাপাশি, রবিবার পশ্চিমমুখী সুড়ঙ্গে ট্রেন সম্পূর্ণ বন্ধ থাকবে। ওই দিন দুপুর ২টো ১২ মিনিট থেকে রাত ৯টা ৫০ মিনিট পর্যন্ত কেবল পূর্বমুখী সুড়ঙ্গে ট্রেন চলবে।
ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্লানেডপর্যন্ত দু’টি সুড়ঙ্গের দু’টি লাইনে ‘ওয়ান ট্রেন অনলি সিস্টেম’-এ ট্রেন চলে। ওই ব্যবস্থায় আপ এবং ডাউন লাইন থাকলেও একটি লাইনে যে কোনও পরিস্থিতিতে একটিই ট্রেন চলে। এ ছাড়াও, ট্রেন ঘোরানোর জন্য এখনও হাওড়া ময়দানেক্রসওভার ব্যবহারের সুবিধা চালু না হওয়ায় দু’টি লাইনের ট্রেনই এসপ্লানেড থেকে হাওড়া ময়দানের দিকে যায় এবং একই লাইন ধরে ফিরে আসে। এর ফলে দু’দিকেরলাইনেই ট্রেন হাওড়া ময়দান অভিমুখে এক বার আপ এবং এক বার ডাউন ট্রেন হিসেবে চলে। যাত্রীরা দু’টি প্ল্যাটফর্ম থেকেই মেট্রোয় উঠে অন্য প্রান্তের স্টেশনে পৌঁছনোর সুযোগ পান। আজ থেকে ওইব্যবস্থায় বদল হওয়ায় যাত্রীরা এসপ্লানেড স্টেশন থেকে হাওড়া অভিমুখে যাওয়ার জন্য বাম দিকের প্ল্যাটফর্মে ট্রেন পাবেন না। তাঁদের নির্ভর করতে হবে কেবল ডান দিকের, পূর্বমুখী সুড়ঙ্গপথের ট্রেনের উপরে। মহাকরণ স্টেশনের যাত্রীরা অবশ্য দুই প্ল্যাটফর্ম থেকে ট্রেন পাবেন।
যে সব যাত্রীরা হাওড়া স্টেশন বা হাওড়া ময়দান থেকে এসপ্লানেড আসতে চান, তাঁরা ডান দিকের প্ল্যাটফর্মে সরাসরি গন্তব্যে পৌঁছনোর মেট্রো পাবেন না। তাঁদের মহাকরণে নেমে ট্রেন বদল করে এসপ্লানেড পৌঁছতে হবে। বাঁ দিকের প্ল্যাটফর্ম থেকে মেট্রো সরাসরি এসপ্লানেড যাবে। মেট্রো আধিকারিকদের দাবি, বিভ্রান্তি ঘোচাতে সর্বত্রই প্ল্যাটফর্মে রক্ষী থাকবেন। চলবে নিয়মিত ঘোষণাও।
বৌবাজারের জোড়া সুড়ঙ্গে প্রয়োজনীয় মেরামতি সম্পূর্ণ হয়েছে। তবে এখন পশ্চিমমুখীসুড়ঙ্গে কিছু কাজ বাকি থাকায় এসপ্লানেড প্রান্তের একাংশ ব্যবহার করতে হবে। সেখানে প্রয়োজনীয় লাইন পাতার কাজও করতে হবে। এর জন্যই পরিষেবায় এই রদবদল বলে মেট্রো সূত্রের খবর।