জুনিয়র ডাক্তারদের এই সংগঠন সূত্রে জানা গিয়েছে, আর জি করের ঘটনার পরে প্রতিবাদ-আন্দোলনের শুরুতে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে নিহত চিকিৎসক-ছাত্রীর একটি প্রতীকী মূর্তি রেখেছিলেন ডাক্তারেরা। গত তিন মাস ধরেই মূর্তিটি সেখানে ছিল। শনিবার ওই হাসপাতাল চত্বরে ‘দ্রোহের গ্যালারি’ করা হয়েছে। এর পাশাপাশি, সে দিনই কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের শেষে চিকিৎসক-ছাত্রীর আরও একটি প্রতীকী মূর্তি হাসপাতালে রাখা হয়। দু’টি মূর্তি পাশাপাশি রাখা ছিল।
কলকাতা মেডিক্যালের জুনিয়র ডাক্তারেরা জানিয়েছেন, রবিবার সকালে কাজে যোগ দিতে এসে তাঁরা দেখেন, মূর্তি দু’টি উল্টে পড়ে আছে। সেগুলির মুখ ও হাত ভাঙা ছিল। তবে, ‘দ্রোহের গ্যালারি’তে কিছু করা হয়নি। ঘটনায় রাত পর্যন্ত পুলিশে অভিযোগ জানানো না হলেও কারা এতে জড়িত, সেই প্রশ্ন উঠেছে।
প্রসঙ্গত, আর জি করের ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে এর আগে একাধিক বার হামলার মুখে পড়ার অভিযোগ এনেছেন প্রতিবাদীরা। সম্প্রতি শেক্সপিয়র সরণি থানা এলাকায় এমনই একটি প্রতিবাদ-কর্মসূচি থেকে ফেরার পথে আক্রান্ত হয়েছিলেন কয়েক জন। তার আগে শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে উধাও হয়ে গিয়েছিল চিকিৎসক-ছাত্রীর একটি প্রতীকী মূর্তি। এই তালিকায় এ বার জুড়ল কলকাতা মেডিক্যালও।