৩ ডিগ্রি পর্যন্ত নামবে পারদ, শীতের আমেজ শুরুর পূর্বাভাস, কবে থেকে?
আজ তক | ১১ নভেম্বর ২০২৪
নভেম্বরের মাঝামাঝি হতে চললো। বঙ্গে কবে শীতের জোরালো অনুভূতির সন্ধান মিলবে তাই নিয়েই এখন অধীর আগ্রহে অপেক্ষা চলছে। আর এরমধ্যেই রাজ্য জুড়ে এবার শীতের আগমনীর পূর্বাভাস দিল হাওয়া অফিস । মেঘলা আকাশ দিয়ে শুরু হয়েছে সোমবার সপ্তাহের প্রথম দিন। আবহাওয়া দফতরের পূর্বাভাস, খুব শিগগিরি নামবে পারদ। মাঝ নভেম্বরেই হাওয়া বদল হবে। রাজ্যের তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে নামতে পারে। রাজ্যজুড়ে শীতের আমেজ পাওয়া যেতে পারে এই সপ্তাহের শেষে থেকেই।
ইতিমধ্যেই বাতাসে শুষ্কতা টের পাওয়া যাচ্ছে। শীতপ্রিয় বাঙালিদের জন্য সুখবর দিয়ে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে চলতি সপ্তাহের শেষে নামতে পারে তাপমাত্রা। শীতের আমেজ অনুভূত হতে পারে রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই রাজ্যে পারদ পতনের সম্ভাবনা রয়েছে। হিমালয় সংলগ্ন অঞ্চল এবং গাঙ্গেয় বঙ্গে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। এর প্রভাবে ঠান্ডা লাগলেও, শীতের আগমন এখনই হচ্ছে না বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস
আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুকনো আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির সম্ভাবনা তেমন না থাকায়, সামগ্রিক ভাবে বাতাসে আর্দ্রতা কমবে। এর ফলে তাপমাত্রায় সামান্য পরিবর্তন আসতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩ দিনের মধ্যে রাতের তাপমাত্রায় তেমন কোনো হেরফের হবে না। তবে সপ্তাহান্তে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। এই পরিবর্তনের ফলে হালকা শীতের আমেজ অনুভূত হতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।
উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
সপ্তাহের শুরুতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে । রাজ্যের পার্বত্য দুই জেলায় হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে সোমবার থেকে বুধবার পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পঙের কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে অন্যান্য জেলাগুলিতে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। সপ্তাহের শেষে সেখানে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এর ফলে উত্তরের জেলাগুলিতেও শীতের আমেজ অনুভূত হবে। তবে জাঁকিয়ে শীত পড়তে এখনও বেশ কিছুদিন বাকি।
কলকাতার আবহাওয়া
সোমবার কলকাতার সকাল শুরু হয়েছিল হালকা কুয়াশা ও ধোঁয়াশা দিয়ে। আগামী চার-পাঁচ দিন নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়াই থাকবে। বৃষ্টির জোরালো সম্ভাবনা নেই। মহানগরেও নভেম্বরের মাঝামাঝি শীতের আমেজ শুরু হবে। কলকাতায় সোমবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি বেশি। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। শহরে আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকলেও বিকেলের দিকে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। এছাড়াও, সপ্তাহান্তে রাতের তাপমাত্রায় পতনের কারণে উত্তর থেকে দক্ষিণে সামান্য শীতের আমেজ অনুভূত হবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।