• প্রসূতিকে মারধর! টাকা নিয়ে চিকিৎসা করার অভিযোগে শোরগোল কান্দি হাসপাতালে
    বর্তমান | ১১ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: প্রসূতির কাছ থেকে টাকা নিয়ে চিকিৎসা করার অভিযোগ উঠল কান্দি মহকুমা হাসপাতালে। এমনকী প্রসূতিকে মারধর করার অভিযোগও উঠেছে হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে। আজ সোমবার সকালে কান্দি মহকুমা হাসপাতালের এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায়। বিক্ষোভ দেখাতে থাকেন রোগীর আত্মীয়-পরিজনেরা।  পরে কান্দি থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আনে।


    জানা গিয়েছে, ওই প্রসূতির বাড়ি মুর্শিদাবাদের বড়ঞা থানার ভবানীনগর গ্রামে। পরিবারের লোকজন জানান, রবিবার ভোরে প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে আনা হয় প্রসূতিকে। তবে, প্রসব না করিয়েই হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে বিকেল চারটের সময় ছুটি দিয়ে দেয়। এরপর প্রসূতিকে নিয়ে বাড়ি ফিরলে রবিবার রাতে বাড়িতেই তাঁর পুত্র সন্তান হয়।


    সন্তান প্রসবের পর সোমবার সকালে মা ও বাচ্চার শুশ্রূষার জন্য ফের তাঁদেরকে কান্দি মহকুমা হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত নার্স প্রসূতির পরিবারের কাছ থেকে ৩০০০ টাকা আদায় করে বলে অভিযোগ। এমনকী এক চিকিৎসক প্রসূতিকে মারধরও করেন বলে দাবি। এরপরই হাসপাতালের গেটের সামনে বিক্ষোভ দেখান পরিবারের  লোকজন। হাসপাতাল সুপার রাজেশনাথ সাহা বিষয়টির তদন্তের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি পুলিসও গোটা বিষয়টি খতিয়ে দেখছে।
  • Link to this news (বর্তমান)