• কাঁথিতে হস্টেলের তিনতলা থেকে ঝাঁপ তরুণী চিকিৎসক পড়ুয়ার, কারণ নিয়ে রহস্য
    বর্তমান | ১১ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কাঁথি: সম্প্রতি কলকাতার আর জি কর হাসপাতালের হস্টেলে এক নার্সিং পড়ুয়ার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। যা নিয়ে শোরগোল পড়েছিল শহরে। এবার প্রায় একই ধরনের ঘটনা ঘটল কাঁথিতেও।  গতকাল রবিবার রাতে কাঁথির আয়ুর্বেদ কলেজের হস্টেলের তিনতলা থেকে ঝাঁপ দিলেন এক তরুণী ডাক্তারি পড়ুয়া। তবে কী কারণে ওই তরুণী ঝাঁপ দিলেন, তা এখনও স্পষ্ট নয়।


    জানা গিয়েছে, ওই তরুণী চিকিৎসক পড়ুয়ার বাড়ি কলকাতায়। তিনি  কাঁথির রঘুনাথ আয়ুর্বেদ কলেজের প্রথম বর্ষের পড়ুয়া। হস্টেল সূত্রে খবর, গতকাল রাত ১০টা নাগাদ ওই পড়ুয়া কলেজ হস্টেলের তিনতলা থেকে ঝাঁপ দেন। সঙ্গে সঙ্গেই তাঁকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তাঁকে রেফার করা হয় কলকাতার হাসপাতালে।


    এই বিষয়ে কলেজের সম্পাদক সুকমল মাইতি জানান, “মেয়েটি কেন এমন করল জানি না। আমি তাঁর বাবা-মার সঙ্গে কথা বলেছি। তাঁদের আবেদন মতো এখান থেকে মেয়েটিকে কলকাতায় রেফার করা হয়েছে।” হস্টেলে কোনও সমস্যার জেরে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন নাকি, কোনওভাবে ওই পড়ুয়া নীচে পড়ে গিয়েছিলেন, তা ঘিরে রহস্য দানা বাঁধছে। গোটা ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিস।
  • Link to this news (বর্তমান)