• পোল্টি ফার্মের আগুনে পুড়ে মরল দেড় হাজারের বেশি মুরগি, ব্যাপক ক্ষতি
    বর্তমান | ১১ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের পোড়ামাধইল গ্রামে একটি পোল্টি ফার্মে আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্য। আজ, সোমবার দুপুরে এই আগুন লাগার জেরে ঝলসে মৃত্যু হল প্রায় দেড় হাজারের বেশি মুরগির।


    জানা গিয়েছে, প্রথমে গ্রামবাসীরাই আগুন নেভানোর চেষ্টা করছিলেন। কিন্তু তারপরও আগুন নিয়ন্ত্রণে আসেনি। শেষ পর্যন্ত বেগতিক দেখে খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দমকল কর্মীরা। শুরু হয় আগুন নেভানোর কাজ।


    জানা গিয়েছে, ওই ফার্মের মালিকের নাম অমৃত বসাক। এই আগুন লাগার জেরে তাঁর ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। অন্যদিকে, আগুন লাগার কারণ নিয়ে ধন্দে মালিক। তবে, দমকলের প্রাথমিক ভাবে অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগে থাকতে পারে।
  • Link to this news (বর্তমান)