নিজস্ব প্রতিনিধি, ময়নাগুড়ি: জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি বাজারে প্রশাসনের নজরদারির পরেও কার্যত দাম কমল না কোনও সবজির। ফলে আমজনতার পকেটে টান অব্যাহত। গতকাল, রবিবার ময়নাগুড়ি বাজারে অভিযান চালান প্রশাসনের আধিকারিকরা। আশা ছিল এরপর সস্তা হবে বাজার, কিন্তু তারপরও দেখা যায় আজ, সোমবারও বাজার চড়া।
এদিন পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে, রসুন কোথাও বিকোচ্ছে ৩০০ টাকা আবার কোথাও বিক্রি হচ্ছে ৩৫০ টাকা কেজি হিসেবে। আলুর গায়েও জ্বর, ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আলু। আদার দাম রয়েছে ১২০ টাকা কেজি।
ময়নাগুড়ি নতুন বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক সিদ্ধার্থ সরকার এই প্রসঙ্গে বলেন, “এর মধ্যেই আমরা ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠকে বসব। তবে প্রশাসনের কড়া ব্যবস্থা নেওয়া উচিত। যারা ইচ্ছাকৃতভাবে দাম বাড়াচ্ছে তাঁদের জরিমানা করা হলে মনে হয় বাজার এলাকায় সবজির দাম নিয়ন্ত্রণ হবে।”
যদিও এই বিষয়ে ময়নাগুড়ি বাজারের এক সবজি ব্যবসায়ী গদাই বিশ্বাস বলেন, “আমাদেরকেই বেশি দামে সবজি কিনতে হচ্ছে। যেদিন যে সবজির জোগান বেশি সেদিন তার দাম কম থাকছে। আমরা খুচরো ব্যবসায়ী আমাদের কিছুই করার নেই। দু-এক টাকা লাভ তো করতে হবে।”