• 'তরুণের স্বপ্ন' চুরি! ১১ স্কুলে ট্যাবের ৫ লাখ গায়েব...
    ২৪ ঘন্টা | ১১ নভেম্বর ২০২৪
  • সৌরভ চৌধুরি: 'তরুণের স্বপ্ন' চুরি। প্রকল্পের নাম তরুণের স্বপ্ন। তাতে রাজ্যসরকার পড়াশোনার সুবিধার্থে ১০ হাজার টাকা ছাত্র ছাত্রী দেয় ট্যাব কেনার জন্য। কিন্তু একাংশের অসত্‍ ব্যাক্তি তরুণের স্বপ্ন চুরি করে নিজেদের পকেট ভরছে। ঝাড়গ্রাম জেলায় ১১টি স্কুলে ট্যাবের টাকা গায়েব।

    ১১টি স্কুলের ৫০টি অ্যাকাউন্ট থেকে এই ট্যাব এর টাকা সরানো হয়েছে বলে প্রথমিক তদন্তে পাওয়া গিয়েছে। এখনও ৫০টি অ্যাকাউন্ট থেকে হ্যাক করার চেষ্টা চালানো হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানায় জেলা শিক্ষা দফতর। ঝাড়গ্রাম ব্লক, নয়াগ্রাম, সাঁকরাইল এবং বিনপুর ব্লকের মোট ১১টি স্কুল থেকে ইতিমধ্যে প্রায় ৫লক্ষ টাকার বেশী তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ। সংখ্যা আরও বাড়তে পারে। রাজ্যে একাদশ এবং দ্বাদশ শ্রেনীর পড়ুয়াদের জন্য মাথা পিছু 'তরুণের স্বপ্ন' প্রকল্পে ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা বরাদ্দ করেছিল রাজ্য সরকার। সেই অনুযায়ী জেলার ১৭৪০৮ জন পড়ুয়ার টাকা বরাদ্দ করে রাজ্য সরকার। অনেকের অ্যাকাউন্টে টাকা এলেও অনেকের টাকা ঢোকেনি।

    কেন ঢোকেনি তা? স্কুলের শিক্ষক রা রাজ্যের বাংলার শিক্ষাপোর্টাল চেক করতে গিয়ে গরমিল ধরা পড়ে। দেখা যায়, একাধিক অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএস কোড বদলে গিয়েছে। এরই মধ্যে রাজ্য জুড়ে এই খবর ছড়িয়ে পড়ায় সব স্কুল নজরদারি শুরু হয়েছে। নজরদারিতে দেখা যায় ঝাড়গ্রাম শহরে অশোক বিদ্যাপীঠ হাইস্কুল, নেতাজী আদর্শ হাইস্কুল, ঝাড়গ্রাম ব্লকের বাঁধগোড়া অঞ্চল বিদ্যালয়,মানিকপাড়া হাইস্কুল, সাঁকরাইল ব্লকের ধাগড়ি হাইস্কুল,রোহিনী সিআরডি হাইস্কুল, নয়াগ্রাম ব্লকের বালিগেড়িয়া এসসি হাইস্কুল, বিনপুর ব্লকে আধারিয়া হাই স্কুল-সহ একাধিক স্কুলের এই পোর্টালে গরমিল রয়েছে।

    এই সমস্ত স্কুল মিলিয়ে ১১টি স্কুলের প্রয় ৫০ টি অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। যার আনুমানিক টাকার পরিমান প্রায় ৫লক্ষ। এই বিপুল টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। জেলা পুলিস সুপার জানান সাইবার ক্রাইম থানায় অভিযোগ এর ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তবে প্রধান শিক্ষক ছাড়াও স্কুলের একাধিক কর্মী এই শিক্ষাপোর্টাল এর পাসওয়ার্ড জানে। ফলে এর পেছনে শুধু হ্যাকর না সর্ষের মধ্যেই ভুত আছে তাও ক্ষতিয়ে দেখছে পুলিস। সংখ্যাটা আরও বাড়তে পারে। সমস্ত বিষয় উচ্চতর কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে।

     

  • Link to this news (২৪ ঘন্টা)