• 'আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব', শেষবেলায় উপনির্বাচনের প্রচারে মমতা!
    ২৪ ঘন্টা | ১১ নভেম্বর ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: '৩৬৫ দিন আমরা আপনাদের সাথে ছিলাম, আছি এবং থাকব'। রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীদের জেতানোর আহ্বান জানালেন দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, 'আপনাদের ভোটটা দয়া করে আপনারা তৃণমূল কংগ্রেস দেবেন। জোড়াফুলকে দেবেন, তাতে আপনার এলাকার উন্নয়নের কাজ আরও ত্বরান্বিত হবে'।

    ঘটনাটি ঠিক কী? বিধায়করা এখন সাংসদ। রাজ্যের ৬ বিধানসভাকেন্দ্রে এবার উপনির্বাচন। সিতাই, মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া, তালড্যাংরা আর মেদিনীপুর। কবে? ১৩ নভেম্বর।

    এদিন তিন দিনের সফরে দার্জিলিংয়ে গেলেন মুখ্যমন্ত্রী। দমদম বিমানবন্দরে তিনি বলেন,  '১৩ তারিখ ছয়টা উপনির্বাচন আছে। এই ছয়টি কেন্দ্রের সকল মা-ভাই-বোনেদের কাছে আবেদন করব, বাংলার সবসময় আপনাদের সাথে  আছে, পশ্চিমবঙ্গ সরকার এবং মা-মাটি-মানুষ। ৩৬৫ দিন আমরা আপনাদের সাথে ছিলাম, আছি এবং থাকব। আপনাদের ভোটটা দয়া করে আপনারা তৃণমূল কংগ্রেস দেবেন। জোড়াফুলকে দেবেন, তাতে আপনার এলাকার উন্নয়নের কাজ আরও ত্বরান্বিত হবে'।

    যে ৬ আসনে উপনির্বাচন হবে, তারমধ্যে আলিপুরদুয়ারের মাদারিহাট বাদে সবকটি আসনই ছিল তৃণমূলের দখলে। মুখ্যমন্ত্রী বলেন, 'আপনাদের কাছে কৃতজ্ঞ জানাই যে আপনারা সংসদীয় নির্বাচনে আমাদের প্রার্থীদের জিতিয়েছেন। তাঁরা তাদের মতে কাজ করছেন সবে শুরু করেছেন। আরও করবে'।

  • Link to this news (২৪ ঘন্টা)