সোমবার শিশু পাচার চক্রে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, সোশ্যাল মিডিয়া মারফত চলত এই চক্র। টার্গেট করা হত নিঃসন্তান দম্পতীদের। সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে চলত শিশু বিক্রির ছক। ফেসবুকে সেই পোস্ট দেখেই ফাঁদ পাতে সিআইডি। দম্পতী সেজে যোগাযোগ করেন সিআইডির দুই অফিসার।
আরও জানা যায়, ৪ লক্ষ টাকার বিনিময়ে শিশু দেওয়ার কথা ছিল। সিআইডির ২ অফিসার দম্পত্তি সেজে ওই শিশুকে নেওয়ার জন্য আজ হাজির হন শালিমার স্টেশন এলাকায়। সেখানেই সিআইডির হাতে ধরা পড়েন ঠাকুর পুকুরের বাসিন্দা মকুল সরকার ও মানিক হালদার। তাদের কাছ থেকে দুদিনের এক শিশু কন্যাকে উদ্ধার করা হয়েছে। এছাড়াও উদ্ধার হয়েছে দুটি পাসপোর্ট।
সিআইডি দুজন পাচারকারীকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। মূলত তারা জানতে চাইছে এই পাচার চক্র কতদূর ছড়িয়ে। আর কে কে এই সমস্ত ঘটনায় ছড়িয়ে। সিআইডি সূত্রে জানা যায়, ১ লক্ষ টাকার বিনিময়ে শিশুটিকে আনা হয় দুরন্ত এক্সপ্রেসে। সূত্রের খবর, আগেও ওই দম্পতি একাধিক শিশু পাচার করেছে। শহরে এরকম এক শিশু পাচার চক্রের খবরে উদ্বেগ দানা বাঁধছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)