বাংলা পক্ষের AI ক্লাসে ISIS-র ভিডিয়ো চালিয়ে দিল ‘বহিরাগত’! রেগে কাঁই হলেন গর্গরা
হিন্দুস্তান টাইমস | ১১ নভেম্বর ২০২৪
আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স নিয়ে ক্লাস নিচ্ছিলেন বাংলা পক্ষের সদস্যরা। আর সেইসময় জঙ্গিগোষ্ঠী আইসিসের নৃশংস ভিডিয়ো চালিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুললেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। তিনি দাবি করেছেন, ইচ্ছাকৃতভাবে এআইয়ের ক্লাসে আইসিসের নৃশংস ভিডিয়ো চালিয়ে দেওয়া হয়েছে। আর সেটার পিছনে ‘বহিরাগত’-রা আছেন। যদিও তাতে তাঁরা দমছেন না বলে দাবি করেছেন গর্গ। বাংলা পক্ষের সাধারণ সম্পাদকের দাবি, তাঁদের ‘সিস্টেম’ আরও মজবুত করা হবে। তারপর আয়োজন নেওয়া হবে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের ক্লাস।
পুরো বিষয়টি ব্যাখ্যা করে গর্গ জানিয়েছেন, বাঙালিদের বিনামূল্যে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স শেখানোর জন্য বাংলা পক্ষের তরফে বিশেষ ক্লাসের আয়োজন করা হয়েছিল। দু'দিনে প্রায় ২,০০০ জন নাম নথিভুক্ত করেছিলেন। কিন্তু সেই ক্লাসের সময় ‘বহিরাগত’-রা ঢুকে পড়েন। তাঁরা স্ক্রিন শেয়ার করে আইসিসের ‘বীভৎস ভিডিয়ো’ চালিয়ে দেন। অনেকে তাঁদের গ্রুপে রিপোর্ট করতে থাকেন। ফলে গ্রুপ ডিলিট হয়ে যায় বলে দাবি করেছেন গর্গ।
তবে বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ দাবি করেছেন যে ওরকম কাজে দমে যাবেন না। তাঁর কথায়, ‘এঁদের কী ভয়ংকর মানসিকতা! বাঙালি বাঘের জাতি। পরের ক্লাস হবে আরও আঁটঘাট বেঁধে।’ সেইসঙ্গে যে ঘটনা ঘটেছে, তা নিয়ে পদক্ষেপ করার জন্য কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের কাছে আর্জি জানিয়েছেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক।
বাংলা পক্ষের সদস্যদের বক্তব্য, বিনামূল্যে ক্লাস করানো হচ্ছিল। সেই অনলাইনে ক্লাসে যোগ দেওয়ার জন্য লিঙ্কও শেয়ার করা হয়েছিল। ফলে ‘বহিরাগত’-রা অনায়াসে ক্লাসে ঢুকে গিয়েছেন বলে দাবি করেছেন বাংলা পক্ষের সদস্যরা। আর সেজন্য অনেকেই বিভিন্নরকম পরামর্শ দিয়েছেন।
তেমনই একজন বলেন, ‘বিনামূল্যেই শেখানো হোক। কিন্তু ক্লাস যোগ দেওয়ার জন্য ২,০০০-৩,০০০ টাকা সিকিউরিটি মানি নেওয়া হোক। যেটা কোর্স শেষ হলে ফেরত দেওয়া হবে সম্পূর্ণভাবে। সেই বিষয়টা ভালো হবে।’
কেউ-কেউ আবার দাবি তুলেছেন, পরেরবার যখন ক্লাস হবে, তখন যিনি ক্লাস নেবেন, তাঁর কাছে শুধুমাত্র স্ক্রিন শেয়ারের অনুমতি দেওয়া হোক। তাহলে যে কেউ এসে কিছু চালিয়ে দিতে পারবেন না। তবে শেষপর্যন্ত গর্গরা কোন পথে হাঁটবেন, সে বিষয়ে আপাতত কিছু জানানো হয়নি।