• হাইকোর্টেও ঘাড়ধাক্কা, এবার কী হবে সন্দীপ ঘোষের?
    হিন্দুস্তান টাইমস | ১১ নভেম্বর ২০২৪
  • আরজি কর মেডিক্যালে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জামিনের আবেদন শুনলই না কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট জানিয়েছেন সন্দীপকে জামিনের আবেদন করতে হবে নিম্ন আদালতেই।


    পড়তে থাকুন - আরজি কর হাসপাতালে এবার নার্সিং ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, তুলকালাম কাণ্ড ঘটল

    পুজোর ছুটির মধ্যে কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে জামিনের আবেদন করেছিলেন সন্দীপ ঘোষ। কিন্তু মামলাটি অবকাশকালীন বেঞ্চ শোনেনি। নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয় সন্দীপ ঘোষের আবেদন। এদিন আদালতে সন্দীপ ঘোষের আইনজীবী জানান, আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে বেআইনিভাবে আটকে রেখেছে সিবিআই। তাঁকে আদালতে পেশ করা হচ্ছে না। তাই তাঁকে জামিন দেওয়া হোক। কিন্তু সেই আবেদনে কর্ণপাত করেননি বিচারপতি। তিনি বলেন, গোটা বিষয়টি সিবিআইয়ের বিশেষ আদালতের এক্তিয়ারভুক্ত। তাদের এড়িয়ে এতে হস্তক্ষেপ করতে পারে না হাইকোর্ট। জামিনের আবেদন নিম্ন আদালতেই করতে হবে সন্দীপবাবুকে।


    আরজি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতারির পর প্রেসিডেন্সি জেলে রয়েছেন সন্দীপবাবু। ইতিমধ্যে বাতিল হয়েছে তাঁর ডাক্তারির রেজিস্ট্রেশন। তাঁর বিরুদ্ধে টেন্ডার দুর্নীতিসহ একাধিক তছরূপের অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)