সিতাইয়ের তৃণমূল প্রার্থীর প্রার্থীপদ খারিজের আবেদনই খারিজ করে দিল হাইকোর্ট
হিন্দুস্তান টাইমস | ১১ নভেম্বর ২০২৪
সিতাইয়ের তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়ের প্রার্থীপদ বাতিলের দাবিতে বিজেপির দায়ের করা মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। সোমবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে, নির্বাচন কমিশনের এক্তিয়ারে আদালত তাতে হস্তক্ষেপ করবে না। তবে চাইলে কমিশনে আবেদন করতে পারেন মামলাকারী।
কোচবিহারের সিতাই কেন্দ্রটি তফশিলি জাতির জন্য সংরক্ষিত।য মামলায় দাবি করা হয়, সিতাইয়ের তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় ভুয়ো তফশিলি শংসাপত্র জমা দিয়েছেন। ওয়েবসাইটে ওই শংসাপত্রের কোনও উল্লেখ নেই। তাই তাঁর প্রার্থীপদ বাতিল করা হোক।
বলে রাখি, সঙ্গীতাদেবী কোচবিহারের নবনির্বাচিত সাংসদ জগদীশ বর্মা বসুনিয়ার স্ত্রী। বিজেপির দাবি, গত পঞ্চায়েত নির্বাচনে তিনি সঙ্গে স্বামীর পদবি ব্যবহার করে মনোনয়ন জমা দিয়েছেন। এবার মনোনয়ন জমা দিয়েছেন তাঁর পুরনো ‘রায়’ পদবি ব্যবহার করে। কেন তিনি পদবি বদল করলেন তা রহস্যজনক। বিজেপির অভিযোগ, সংরক্ষিত আসনে ভোটে দাঁড়াতে রাজ্য প্রশাসনের সাহায্যে ভুয়ো শংসাপত্র বানিয়েছেন সঙ্গীতাদেবী।
এদিনের শুনানিতে প্রধান বিচারপতি বলেন, এই বিষয়টি নির্বাচন কমিশনের এক্তিয়ারভুক্ত। নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক সংস্থার এক্তিয়ারে ইচ্ছা করলেই হস্তক্ষেপ করতে পারে না আদালত। তাই মামলাকারীর কোনও বক্তব্য থাকলে তিনি নির্বাচন কমিশনে জানাতে পারে।
সোমবার শেষ হচ্ছে রাজ্যের ৬ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনের ভোটগ্রহণ। তার আগে আদালতের এই নির্দেশে স্বস্তিতে তৃণমূল। শাসকদলের দাবি, ভোটের ময়দানে এঁটে উঠতে না পেরে আদালতে গিয়ে তৃণমূলকে অপদস্থ করার চেষ্টা করছে বিজেপি। আদালত সেটা বুঝতে পেরেই মামলা খারিজ করেছে।