কলকাতা হাই কোর্টে এখন কর্মদিবস বছরে ২১০ দিন। বিচারাধীন মামলার সংখ্যা কমাতে কর্মদিবস বৃদ্ধির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মেনেই কাজের জন্য সাত দিন বৃদ্ধি করার প্রস্তাব দিয়েছে বিচারপতিদের কমিটি। হাই কোর্ট সূত্রে খবর, লক্ষ্মীপুজো থেকে কালীপুজোর মধ্যে সাত দিন নিয়মিত কাজ করার প্রস্তাব দিয়েছে ওই কমিটি। হাই কোর্ট এখনও তা চূড়ান্ত করেনি। এই প্রস্তাব নিয়েই আপত্তি জানিয়েছেন আইনজীবীদের একাংশ।
আইনজীবীদের বক্তব্য, হাই কোর্টে শুনানির দিন বৃদ্ধি করতে হলে বেঞ্চ, এজলাস বৃদ্ধি করা হোক। তা না করে কেন কাজের দিন বৃদ্ধি করার প্রস্তাব দেওয়া হচ্ছে, সেই প্রশ্ন তুলেছেন তাঁরা। আইনজীবী বিশ্বব্রত বসু মল্লিকের দাবি, সুপ্রিম কোর্টে কর্মদিবস ১৯২ দিন। সেখানে হাই কোর্টে কর্মদিবস ২১০ দিন। তাঁর প্রশ্ন, ‘‘তা হলে সুপ্রিম কোর্ট কী ভাবে বলছে যে, হাই কোর্টে শুনানির দিন বৃদ্ধি করা হোক।’’ অন্য এক আইনজীবীর প্রশ্ন, ‘‘তা হলে কি হাসপাতালের মতো এখন থেকে হাই কোর্টে দিন-রাত কাজ চলবে?’’ এই আপত্তি জানিয়ে মঙ্গলবার জেনারেল বডির বৈঠক চেয়েছেন আইনজীবীদের একাংশ। প্রস্তাব নিয়ে অসন্তোষ প্রকাশ করে কমিটিকে চিঠি দিয়েছেন বার অ্যাসোসিয়েশনের সভাপতি।