'বিনীত গোয়েল আমাকে ফাঁসিয়েছে,' কোর্ট থেকে বেরিয়ে চিত্কার সঞ্জয়ের
আজ তক | ১২ নভেম্বর ২০২৪
RG Kar Murder Case Accused Sanjay Roy Claimed Ex Police Commissioner Vineet Goyal Trapped Him: এর আগেও আদালতে তোলার সময়, তাঁকে ভয় দেখানো হয়েছে, তিনি কিছু করেননি বলে চিৎকার করে দাবি করেছিলেন।এমনকী তিনি রেপ-মার্ডার কিছুই করেননি, তাঁর কথা শোনা হয়নি বলেও দাবি করেন। আরজি কর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায় এবার সরাসরি কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের দিকে অভিযোগের আঙুল তুললেন। সোমবার আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় প্রিজন ভ্যান থেকে চিৎকার করে দাবি করেছেন,তাঁকে ফাঁসিয়েছেন তৎকালীন পুলিশ কমিশনারই।
আরজি কর হাসপাতালে ধর্ষণ এবং খুনের মামলায় সোমবার থেকে বিচার শুরু হয়েছে। প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ শেষে শিয়ালদহ আদালত থেকে প্রিজ়ন ভ্যানে করে বেরোনোর সময় ফের এদিন ষড়যন্ত্রের অভিযোগ তুললেন ধৃত সিভিক ভলান্টিয়ার। দাবি করলেন, তাঁকে ফাঁসিয়েছেন কলকাতা পুলিশের তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তাঁর কথায়, ‘‘বিনীত গোয়েল আমাকে সাজিশ করে ফাঁসিয়েছে! আমাকে ভয় দেখানো হয়েছে। সরকার এটাকে সমর্থন করছে।’’
এর আগে শিয়ালদা কোর্টে তোলার সময়ও এমনভাবেই 'আমি কিছু করিনি। আমাকে ভয় দেখানো হয়েছে। আমার কথা শোনেনি। আমি যখন বলেছি, আমার কথা শোনেনি। আমি কিন্তু রেপ-মার্ডার করিনি। এতদিন চুপচাপ ছিলাম। আমার কোনও কথা শোনেনি। আমায় ভয় দেখাচ্ছে, যে তুমি কিছু বলবে না। আমাকে ফাঁসানো হয়েছে। আমাকে পুরো ভয় দেখানো হয়েছে। কাউকে বাঁচানোর জন্য আমায় ফাঁসানো হয়েছে। এটা কী কোনও ন্যায়, এটা ভারতের সংবিধানের ন্যায়। আমায় ওপর থেকে নীচে নামিয়ে আনা হল।' এই মর্মে চিৎকার করে অভিযোগ করেছিলেন। এদিন ফের একইভাবে চিৎকার করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া চেষ্টা করেন। তবে এদিন তাঁর অভিযোগে সংযোজন ছিল ঘটনার সময় পুলিশ কমিশনার থাকা বিনীত গোয়েল ও রাজ্য সরকার।
প্রসঙ্গত আরজি কর মামলায় ধৃত সিভিক ভলান্টিয়ারকেই একমাত্র অভিযুক্ত হিসাবে চার্জশিটে উল্লেখ করেছে তদন্তকারী সংস্থা সিবিআই। গত সপ্তাহে আরজি করে ধর্ষণ-খুনের মামলায় চার্জ গঠনের পর শিয়ালদহ আদালত থেকে প্রিজ়ন ভ্যানে করে ঠিক যে ভাবে চিৎকার করতে দেখা গিয়েছিল, সোমবারও ঠিক একই রকম ভাবে চিৎকারে ষড়যন্ত্রের অভিযোগ তুললেন ধৃত।
এর আগে অবশ্য আরজি কর-কাণ্ডের পরেই আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের দাবি মেনে বিনীতকে কলকাতা পুলিশের কমিশনারের পদ থেকে সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর বর্তমানে লালবাজারের ডিসিডিডি স্পেশ্যাল পদে রয়েছেন বিদিতরাজ বুন্দেশ।