• এবার নিশানায় বিরোধীরা, 'বিজেপি নেতারা গাড়িতে...' ফের বেলাগাম তৃণমূল সাংসদ!
    ২৪ ঘন্টা | ১২ নভেম্বর ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সামনেই উপনির্বাচন। এবার নিশানায় বিরোধীরা। 'বিজেপি নেতারা গাড়িতে বোতল,টাকা নিয়ে ঘুরছে। গ্রামে আটকে দেবেন, টাকা কেড়ে নেবেন'। ফের বিতর্কিত মন্তব্য করলেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। 

    প্রচারের সময়সীমা শেষ। বুধবার রাজ্যের ৬ বিধানসভা আসনে উপনির্বাচন। তালিকায় বাঁকুড়ার তালড্যাংরাও। এই কেন্দ্রেরই তৃণমূল বিধায়ক ছিলেন অরূপ। চব্বিশে লোকসভা ভোটে বাঁকুড়া থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি।  

    তৃণমূল সাংসদ বলেন, 'এটা জনগণের টাকা। মানুষের টাকা। মানুষের টাকা দিয়ে ভোট কিনতে গেলে, মানুষ আটকে রাখবে। টাকা নিয়ে,মদ দিয়ে ভোট হয় না।  এটা বেআইনি।  বেআইনি কাজ করলে পুলিসকে বলা হবে, কমিশনারকে বলা হবে। থানা যদি আটকায় ভালো, না হলে জনগণ আটকাবে। বেআইনিভাবে ভোট কিনতে টাকা দেওয়া যাবে না।  এটা গণতন্ত্রের পক্ষে লজ্জাকর। ভোট পাবে না, ভোট কিনবে। লোককে মদ খাওয়াবে। অশান্তির সৃষ্টি করবে। খারাপ পরিবেশ তৈরি করবে। এটা বন্ধ করতে হরে। আমি নির্বাচন কমিশনারকে বলব নজর রাখুক। পুলিসকে বসেছিল নজর রাখুন। এভাবে টাকা বিলি করে ভোট কেনা যায় না'।

    এর আগে, আরজি কর কাণ্ডে আন্দোলনকারী চিকিত্‍সকদের নিশানায় করেছিলেন এই তৃণমূল সাংসদ। বলেছিলেন, কর্মবিরতির নামে অনেক জুনিয়ার চিকিৎসক বেড়াতে যাচ্ছেন। অনেকে বাড়ি যাচ্ছেন। আপনারা ডাক্তারি করতে এসেছেন, রাজনীতি করতে নয়। তাই আপনারা পরিষেবা স্বাভাবিক রাখুন'। সঙ্গে হুঁশিয়ারি, 'হাসপাতালে রোগী মারা যেতে শুরু করলে গ্রাম গঞ্জ থেকে দলে দলে লোক হাসপাতালে ছুটে আসবে। জনরোষ তৈরি হবে। তখন আমরা সামলাতে পারব না'।

  • Link to this news (২৪ ঘন্টা)