জঙ্গিপুর আদালতের মুখ্য সরকারি আইনজীবী সমীর চট্টোপাধ্যায় বলেন, ‘‘বিচারক অমিতাভ মুখোপাধ্য়ায়ের এজলাসে আজ (সোমবার) থেকে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে।’’ ওই আইনজীবীর দাবি, যে ভাবে দ্রুত সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে, তা একটি নজির। সাক্ষ্যগ্রহণের প্রথম দিন মোট চার জন নিজেদের সাক্ষ্য দিয়েছেন। মঙ্গলবার আরও দু’জনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে।
ফরাক্কায় নাবালিকাকে খুন এবং ধর্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে খুন, তথ্যপ্রমাণ লোপাট এবং পকসো আইনের ৬ নম্বর ধারায় মামলা রুজু হয়েছে।
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায়ের নেতৃত্বে ওই খুনের ঘটনার তদন্ত শেষ করে মাত্র ২১ দিনের মাথায় দুই অভিযুক্তের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে ফরাক্কা থানার পুলিশ। এই মামলায় বিশেষ সরকারি আইনজীবী হিসাবে রাজ্য সরকারের তরফ থেকে বিভাস চট্টোপাধ্যায়কে নিয়োগ করা হয়েছে।