জিয়াগঞ্জে বাড়িতেই হেরোইনের কারখানা, মাদক সহ ধৃত মহিলা
বর্তমান | ১২ নভেম্বর ২০২৪
সংবাদদাতা, লালবাগ: এবার খোদ জিয়াগঞ্জ শহরের বুকেই হেরাইন কারখানার হদিস পেল পুলিস। এখবর জানাজানি হতেই শহরজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। সোমবার সকালে শহরের বোটবাগান এলাকার একটি বাড়িতে পুলিস অভিযান চালায়। সেখান থেকে হেরোইন সহ এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃত মহিলার নাম উর্মিলা খাতুন। তবে পুলিসি অভিযানের আগেই ওই মহিলার স্বামী তথা হেরোইন কারবারের মূল পান্ডা মিনারুল শেখ ও তার বন্ধু মিলন শেখ পালিয়ে যায়। তারা দু’জনই লালগোলা থানার নলডহরির বাসিন্দা।
লালবাগ মহকুমা পুলিস আধিকারিক রাজেশ আকুলকার মহাদেব বলেন, গোপন সূত্রে খবর পেয়ে জিয়াগঞ্জ শহরের বোটবাগানে ওই বাড়ি থেকে প্রায় ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে হেরোইন চক্রের বাকিদের ধরার চেষ্টা চলছে।
পুলিস জানিয়েছে, ধৃত মহিলার স্বামী ও তার বন্ধু দীর্ঘদিন ধরে হেরোইন কারবারের সঙ্গে যুক্ত। ভিনরাজ্য থেকে কাঁচামাল নিয়ে এসে বাড়িতেই হেরোইন তৈরি করত। তারপর ওই হেরোইন স্থানীয় কারবারিদের বিক্রি করত। উর্মিলা খাতুন স্বামীকে মাদক কারবারে সাহায্য করত।
লালগোলা, ভগবানগোলা, রানিতলা প্রভৃতি সীমান্ত এলাকায় মাদক কারবারে রাশ টানতে বিএসএফ যেমন নজরদারি বাড়িয়েছে, তেমনি পুলিস ধারাবাহিক অভিযান চালাচ্ছে। বিএসএফ ও পুলিসের যৌথ অভিযানে কয়েকমাসে একাধিক মাদকের কারবারি ও পাচারকারী ধরা পড়েছে। অনেক মাদক বাজেয়াপ্ত হয়েছে। তাই গ্রেপ্তারি এড়াতে কয়েকমাস আগে লালগোলা ছেড়ে জিয়াগঞ্জে ঘাঁটি গাড়ে মিনারুল। প্রথমে শহরের অন্যত্র ঘরভাড়া নিয়ে কারবার শুরু করে। ওই বাড়ি থেকে হেরোইন তৈরি ও সরবরাহ চলত। রবিবার সকালেই সে স্ত্রীকে নিয়ে বোটবাগানের বাড়িতে ভাড়া এসেছিল।
জিয়াগঞ্জ থানার এক আধিকারিক বলেন, ধৃত মহিলাকে জেরা করে জানা গিয়েছে, ভিনরাজ্য থেকে কাঁচামাল এনে জিয়াগঞ্জেই হেরোইন তৈরি হতো। ওই হেরোইন স্থানীয়দের পাশাপাশি জেলার নানা প্রান্তের মাদক কারবারিদের সরবরাহ করা হতো। এই মাদকের অবৈধ কারবারের রমরমার কারণে লালগোলা একসময় ‘হেরোইনের হাব’ বলে পরিচিত ছিল। এবার জিয়াগঞ্জ শহরের বুকে হেরোইনের কারখানার হদিশ পাওয়ায় পুলিসকর্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে। নিজস্ব চিত্র