নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে মহিলা কামরায় উৎসবের মরশুমে গ্রেপ্তার ১৫০০ পুরুষ যাত্রী
বর্তমান | ১২ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: পুজোর মাসে নিয়ম ভেঙে ট্রেনের মহিলা কামরায় উঠে গ্রেপ্তার হয়েছেন প্রায় দেড় হাজার পুরুষ যাত্রী। তাদের অধিকাংশই যুবক। সাধারণ কামরায় না উঠে তারা মহিলা কামরাতেই দাপাদাপি করে। ফলে শিকেয় রেলের নিয়ম কানুন। পশ্চিমবঙ্গে পূর্ব রেলের হাওড়া, শিয়ালদহ, মালদহ ও আসানসোল চারটি ডিভিশনে কয়েক শো পুরুষ যাত্রী মহিলা কামরায় উঠে ধরা পড়েছে। খাতায় কলমে নিয়ম ভঙ্গকারী সেই যাত্রীর সংখ্যা ১৪০০। গ্রেপ্তার হয়ে তাদের ঠাঁই হয়েছে শ্রীঘরে। এমনটাই জানাচ্ছে পূর্ব রেল। কিন্তু আদতে নিয়ম ভঙ্গকারী যাত্রীর সংখ্যা অনেক বেশি। যারা রেল পুলিসের নজর এড়িয়ে মহিলা কামরাতেই ‘সুখের সফর’ করেছে।
পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র ভিডিও বার্তায় জানান, ‘মহিলা কামরায় পুরুষদের ওঠা অনৈতিক ও আইন বিরুদ্ধ। মহিলা কামরায় কোনও পুরুষযাত্রীর সফর করার অনুমতি নেই। কিন্তু তারপরও কিছু পুরুষকে এই ধরনের কাজ করতে দেখা যায়। মহিলা কামরা শুধু মহিলা যাত্রীদের জন্যই।’
ভিড়ে ঠাসা ট্রেন। প্লাটফর্মেও পা রাখার জায়গা নেই। প্লাটফর্মে ট্রেন ঢুকতেই হুড়োহুড়ি শুরু। ট্রেনের গেটে যাত্রীদের মধ্যে রীতিমতো ধস্তাধস্তি অবস্থা। দুর্গাপুজোর মরশুমে রেলস্টেশনগুলিতে এই ছবি খুবই স্বাভাবিক। যার ফলে অনেক সময় দুর্ঘটনাও ঘটে। আর সেই ভিড়ের মধ্যে অনেক পুরুষ উঠে পড়ে মহিলা কামরায়। সেই নিয়ম ভঙ্গকারীদের মধ্যে সিংহভাগই অল্পবয়সি যুবক। মহিলা কামরার দরজার সামনে জটলা করে দাঁড়িয়ে থাকে। পরবর্তী স্টেশনেই নেমে যাবে এই প্রতিশ্রুতি দিয়ে গোটা সফর মহিলা কামরাতেই কাটিয়ে দেয় তারা। নিয়মকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে সেই কামরায় দাপাদাপি করতে দেখা যায় তাদের।
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, গত অক্টোবর মাসে হাওড়া, শিয়ালদহ, মালদহ ও আসানসোল এই চার ডিভিশনে মোট ১২০০টি মামলা হয়েছে। তাতে নিয়ম ভঙ্গকারী ১৪০০ জন পুরুষ যাত্রী মহিলা কামরায় ওঠায় গ্রেপ্তার হয়েছে। যার মধ্যে হাওড়া ডিভিশনে ২৬২ জন, শিয়ালদহ ডিভিশনে ৫৭৪ জন, মালদহ ডিভিশনে ১৭৪ জন, আসানসোল ডিভিশনে ৩৯২ জন পুরুষ যাত্রীকে শ্রীঘরে যেতে হয়েছে পুজোর মরশুমে। পাশাপাশি জরিমানাও করা হয়েছে।
উল্লেখ্য, রেলওয়ে আইনের ১৬২ ধারা অনুযায়ী, মহিলা যাত্রীদের জন্য সংরক্ষিত কামরায় পুরুষ যাত্রীদের ভ্রমণ শাস্তিযোগ্য অপরাধ। এমনকি এই ধরনের ঘটনা প্রতিরোধ করতে, মহিলা যাত্রীদের জন্য ১৩৯ নম্বরে ফোন করে রেলের কাছে অভিযোগ জানানোর সুযোগ রয়েছে।