• শেষদিনের প্রচারে ঝড় তুলল সব দল
    বর্তমান | ১২ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, তালডাংরা: তালডাংরা উপনির্বাচনের শেষদিনের প্রচারে ঝড় তুলল সব দল। এদিন দলীয় প্রার্থী ফাল্গুনী সিংহবাবুর সমর্থনে তৃণমূল কংগ্রেসের তারকা বিধায়ক সোহম তালডাংরায় প্রচারে আসেন। তিনি তালডাংরা ব্লকের বিবড়দা এবং সিমলাপালের বিক্রমপুর ও দুবরাজপুরে জনসভা করেন। অভিনেতা বিধায়ককে নিয়ে তৃণমূল নেতৃত্ব বিক্রমপুর ও সিমলাপাল বাজারে দু’টি পৃথক রোড শো করে। সোহমের সঙ্গে এদিন তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি তথা সাংসদ অরূপ চক্রবর্তী, আরামবাগের সাংসদ মিতালি বাগ প্রমুখ উপস্থিত ছিলেন। এদিনের জনসভার মঞ্চ থেকে সোহম ও অরূপবাবু বিজেপিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন। বামেদেরও তুলোধোনা করেন শাসকদলের নেতানেত্রীরা। তৃণমূলের পাশাপাশি শেষদিনের প্রচারে বিজেপিও গোটা তালডাংরা বিধানসভা এলাকায় প্রচার চালায়। তৃণমূলকে লক্ষ্য করে গেরুয়া শিবিরের নেতানেত্রীরা এদিনের কর্মসূচি থেকে পাল্টা আক্রমণ শানান। সিপিএম ও কংগ্রেস এদিন নিজেদের গড়ে প্রচারে ঝাঁঝ বাড়িয়েছিল। সবমিলিয়ে তালডাংরা বিধানসভা এলাকা ছিল সরগরম।  


    এদিন সোহম বলেন, এরাজ্যের ভোটপ্রচারে বিজেপির নিজস্ব কোনও এজেন্ডা থাকে না। তারা কেন্দ্রীয় সরকারের উন্নয়ন নিয়ে কোনও কথা বলে না। ওই দলের নেতারা রাজ্যে গণতন্ত্র নেই বলে শুধু অভিযোগ করেন। এরাজ্যে গণতন্ত্র না থাকলে তালডাংরার রাস্তাঘাটে বিজেপির একটিও পতাকা, ব্যানার দেখা যেত না। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। সারা বছর মানুষের পাশে থাকি। তাই পঞ্চায়েত থেকে লোকসভা, প্রতিটি ভোটে রাজ্যের মানুষ আমাদের পক্ষে রায় দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে জিতে মানুষের উন্নয়নের কথা ভাবেন। আর বিজেপি নেতারা একবার ভোটে জিতেই রাজ্যকে বকেয়া না মেটানোর আর্জি জানিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি লেখেন।     


    অরূপবাবু বলেন, বাম জামানায় জঙ্গলমহলের মানুষ অনেক কষ্টে ছিল। অনেকে আধপেটা খেয়ে দিন কাটাতেন। তৃণমূল জঙ্গলমহলবাসীকে প্রকৃত উন্নয়নের স্বাদ দিয়েছে। বিজেপি ফের বাঁকুড়া সহ জঙ্গলমহলের মানুষকে অন্ধকারে ঠেলে দিতে চাইছে। মানুষ ওদের পাশে নেই বুঝে, প্রলোভন দেখিয়ে ভোট আদায় করতে চাইছে।


    এদিন তালডাংরা ও সিমলাপালে বিজেপি জনসভা করে। সেখানে বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী সহ অন্যান্য বিজেপি নেতারা উপস্থিত ছিলেন। প্রচারের অন্তিম লগ্নে বিজেপি প্রার্থী সিমলাপালের পার্শ্বলা অঞ্চলে রোড শো করেন। তিনি পিকআপ ভ্যানে চেপে একাধিক গ্রামে প্রচার সারেন। বিজেপি প্রার্থী বলেন, তৃণমূল ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। ভোটপ্রচারে বের হয়ে ওদের দলের নেতারা তা টের পাচ্ছেন। সেকারণে তাঁরা বিচলিত হয়ে পড়েছেন। তারফলে যা খুশি বলে বেড়াচ্ছেন। আমরা ওদের কথায় আমল দিচ্ছি না।   


    এদিন সিপিএম প্রার্থী দেবকান্তি মোহান্তি সিমলাপাল ব্লকের লক্ষ্মীসাগর অঞ্চলে বাড়ি বাড়ি প্রচার করেন। সিপিএম প্রার্থী বলেন, তৃণমূল জামানায় শুধুমাত্র ওই দলের নেতাদের পকেটের উন্নতি হয়েছে। রাজ্যবাসীকে ওরা খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে। এর জবাব দেওয়ার জন্য তালডাংরাবাসী তৈরি আছে। ওই বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী তুষারকান্তি ষন্নিগ্রহী বলেন, এদিন আমরা ট্যাবলো নিয়ে সিমলাপাল ব্লক এলাকার ভেদুয়া সহ অন্যান্য গ্রামে প্রচার করেছি।  ফাল্গুনী সিংহবাবুর সমর্থনে প্রচারে সোহম চক্রবর্তী। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)