• শীতলকুচির আড়াই বছরের শ্রীতমার নাম ইন্ডিয়া বুকে
    বর্তমান | ১২ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, শীতলকুচি: বয়স মাত্র দুই বছর ছয় মাস। এই বয়সে বেশিরভাগ শিশুই ঠিকভাবে কথা বলতে পারে না। কিন্তু শীতলকুচির শ্রীতমা গড়গড়িয়ে বলতে পারে বিভিন্ন পশু, পাখি ফলের নাম। আর এই কৃতিত্বে শীতলকুচির রথেরডাঙার খুদে শিশুকন্যা শ্রীতমা বর্মনের নাম উঠেছে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে। অসামান্য কৃতিত্বের বিষয়টি খুদের কাছে অজানা হলেও খুশি তার পরিবারের সদস্যরা। খুদে প্রতিভার খবর ছড়িয়ে পড়তেই বাড়িতে খোঁজ নিতে আসছেন প্রতিবেশীরা। 


    শ্রীতমার বাবা সুকান্ত বর্মন একটি বেসরকারি ব্যাঙ্কের কর্মী। তাই তিনি মেয়ে ও পরিবারকে বেশি সময় দিতে পারেন না। মা মাম্পি বর্মন গৃহবধূ। মাম্পিদেবী জানান, মেয়ের যখন দু’বছর বয়স তখন ও ভালোভাবে কথা বলতে শেখেনি। তখন থেকে ওকে বই নিয়ে বিভিন্ন জিনিসের ছবি দেখিয়ে তা শেখানোর চেষ্টা করি। কিছুদিনের মধ্যেই পড়ার প্রতি মেয়ের আগ্রহ বেড়ে যায়। ধীরে ধীরে বিভিন্ন পশু-পাখি, ফুল-ফল, শরীরের অঙ্গপ্রত্যঙ্গ, রং চেনা শিখে যায়। মেয়ের প্রতিভা দেখে ওর বাবা ভিডিও করে রেকর্ডসের জন্য পাঠায়। তারপরেই সেখান থেকে মেডেল ও সার্টিফিকেট এসেছে। 


    শ্রীতমার পরিবারের দাবি, বর্তমানে সে শরীরের ১২টি অঙ্গের নাম, ৫টি রঙের বাংলা শব্দার্থ, ১৬টি পশু, ৫টি ফল, ৬টি সব্জি, ৬টি পাখি, ৭টি ফল এবং ২১টি শব্দ ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে পারে। এছাড়াও ১-১০ গোনা, ৬টি ঋতু, বাংলা বর্ণমালা এবং ৩২টি বাংলা ছড়া বলতে পারে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)