উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ পরিদর্শনে স্বাস্থ্যদপ্তরের টিম নির্মীয়মান রেস্টরুম দেখাতে ভাঙতে হল তালা
বর্তমান | ১২ নভেম্বর ২০২৪
সংবাদদাতা, শিলিগুড়ি: বিভিন্ন ওয়ার্ডে রাতে কর্মরত চিকিৎসক এবং চিকিৎসাকর্মীদের রেস্টরুম সহ নিরাপত্তা ব্যবস্থা এখনও সম্পূর্ণ করতে উঠতে পারেনি কর্তৃপক্ষ। ডাক্তারদের রেস্টরুম তৈরির কাজ স্বাস্থ্য কর্তাদের দেখাতে দরজার তালা ভাঙতে হল। চাবি কোথায়, কেউ জানেন না।
আর জি কর কাণ্ডের পর জুনিয়র ডাক্তারদের দাবিমতো রাজ্যের সব সরকারি মোডিক্যাল করেজ হাসপাতালে নিরাপত্তা নিশ্চিত করতে একগুচ্ছ সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। সেখানে বিভিন্ন ওয়ার্ডে রাতে কর্মরত ডাক্তার ও নার্সদের রেস্টরুম, টয়লেট তৈরির উপর জোর দেওয়া হয়। সেইমতো অনেকদিন আগেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে এই পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়েছে। সোমবার স্বাস্থ্যদপ্তরের প্রতিনিধিরা সেই কাজ পরিদর্শন করতে আসেন। কিন্তু তারা দেখলেন, ডাক্তারদের রেস্টরুম, টয়লেট সহ বিভিন্ন কাজ শুরু হলেও এখনও শেষ হয়নি। ফিমেল সার্জিকাল ওয়ার্ডে ডাক্তারদের রেস্টরুম স্বাস্থ্যদপ্তরের প্রতিনিধিদের দেখানর জন্য চাবি খুঁজে পাওয়ায় যায়নি। শেষে মিস্ত্রি ডেকে তালা ভাঙতে হয়। এদিন ফিমেল সার্জিক্যাল ও মোডিসিন, মেল সার্জিক্যাল ও মেডিসিন ওয়ার্ড, ইমারজেন্সি, সিসিইউ সহ প্রতিটি ওয়ার্ডের স্বাস্থ্যকর্তারা ঘুরে দেখেন। যুগ্ম অধিকর্তা ডাঃ সন্তোষ রায় জুনিয়র ডাক্তারদের কাছে জানতে চান, রাতে কাজে নিরাপত্তার জন্য রেস্টরুম, আলাদা শৌচালয় সহ সব ব্যবস্থা তৈরি হয়েছে কি না। তারা যে অবস্থায় ডিউটি করছেন তাতে সমস্যা বা নিরাপত্তার অভাব বোধ করছেন কি না। জুনিয়র ডাক্তারদের তরফে তাঁকে জানানো হয়, মহিলা ও পুরুষদের জন্য আলাদা রেস্টরুম ও টয়লেট অনেক জায়গাতেই তৈরি হয়নি। এই ব্যাপারে স্বাস্থ্যদপ্তরের অধিকর্তারা
এদিন পরিদর্শনে এসে স্বাস্থ্যদপ্তরের প্রতিনিধিরা দেখলেন, যে সব রেস্টরুম তৈরি হয়েছে, তা অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে রয়েছে। এখনও ব্যবহার শুরু হয়নি, তা দেখেই বোঝা গিয়েছে। নিরাপত্তা জোরদার করতে ডাক্তারদের রেস্টরুমে অবাধ প্রবেশ রুখতে বায়োমেট্রিক লক বসানো হয়েছে। কিন্তু সেই বায়োমেট্রিক লক এখনও কাজ শুরু করেনি। সবমিলিয়ে রাত্তিরের সাথীর কাজে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে সমন্বয়ের অভাবের দিকটি বেশি করে ধরা পড়েছে।
পরিদর্শন শেষে ডাঃসন্তোষ রায় বলেন, রাত্তিরের সাথীর অনুমোদন মতো উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ডাক্তাদের রেস্টরুম সহ অন্য কাজ শুরু হয়েছে। সবকাজ এখনও শেষ হয়ে ওঠেনি। এদিন পরিদর্শনের আগে প্রিন্সিপাল ডাঃইন্দ্রজিত্ সাহার অফিসে হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিস এবং জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন স্বাস্থ্যদপ্তরের প্রতিনিধিরা। নিজস্ব চিত্র