• শিলিগুড়িতে স্কুল বাসের ধাক্কা, উত্তেজনা 
    বর্তমান | ১২ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: পরপর দু’টি গাড়িকে ধাক্কা মারল স্কুল বাস। সোমবার দুপুরে ঘটনাটি শিলিগুড়ি শহরের উপকণ্ঠে এশিয়ান হাইওয়ে-২ এর ফুলবাড়ি মোড়ের কাছে ঘটে। অভিযোগ, স্কুল বাসের চালক বেসামাল অবস্থায় ছিলেন। ঘটনাটি নিয়ে স্কুল ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে বিস্তর প্রশ্ন উঠছে। পুলিস অভিযুক্ত বাস চালককে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম গুরুপাল সিং। 


    শিলিগুড়ির ডেপুটি পুলিস কমিশনার (ট্রাফিক) বিশ্বচাঁদ ঠাকুর বলেন, ওই স্কুল বাসের চালককে গ্রেপ্তার করা হয়েছে। বাসটি বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনাটি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। 


    এদিন দুপুরে ছাত্রছাত্রীদের নিয়ে ফুলবাড়ি থেকে বাসটি শিলিগুড়ি শহরের দিকে আসছিল। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ফুলবাড়ি মোড়ে পর পর দু’টি ছোট গাড়ির পিছনে ধাক্কা মারে। যারমধ্যে একটি পুলিসের গাড়িও ছিল। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক গার্ডের অফিসার ও কর্মীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জাতীয় সড়কে ট্রাফিক সিগন্যালে লালবাতি জ্বালানো হয়। তা দেখে দু’টি ছোট গাড়ি দাঁড়িয়ে যায়। সেই সময় পর পর দু’টি গাড়ির পিছনে ধাক্কা মেরে বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে পড়ে। এতে কেউ হতাহত না হলেও একটি ছোট গাড়ির চালক বুকে আঘাত পেয়েছেন। সঙ্গে সঙ্গে স্থানীয়দের একাংশ রাস্তায় দাঁড়িয়ে বাসটি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্থানীয়দের অভিযোগ, ভরদুপুরে বেসামাল অবস্থায় ছিলেন বাসের চালক। সম্ভবত সেজন্যই তিনি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িগুলির পিছনে ধাক্কা মেরেছে। ট্রাফিক পুলিস অফিসাররা অবশ্য বলেন, বিক্ষোভ হয়নি। দুর্ঘটনার জেরে কিছু লোক ভিড় করেছিল। ঘাতক বাস এবং দুর্ঘটনার কবলে পড়া গাড়িগুলি সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। 


    চাঞ্চল্যকর এই ঘটনার পর স্কুল ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের একাংশ বলেন, স্কুল বাস ছাড়ার আগে চালকদের শারীরিক অবস্থা যাচাই করা উচিত। স্কুল এবং বাস কর্তৃপক্ষ তা করছে না। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সতর্ক হতে হবে। ট্রাফিক পুলিস জানিয়েছে, স্কুল ছাত্রছাত্রীদের নিরাপত্তার সঙ্গে কোনও অবস্থাতেই আপস করা হবে না। এ ব্যাপারে বিভিন্ন স্কুল এবং বাস সরবরাহ সংস্থাকে সতর্ক করা হবে।
  • Link to this news (বর্তমান)