• কোচবিহারের রাসমেলায় এবার মঞ্চ মাতাবেন মুম্বই, কলকাতার শিল্পীরা
    বর্তমান | ১২ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহারে রাস উৎসব মানেই লক্ষ লক্ষ মানুষের সমাগম। টানা ১৫ দিন ধরে মদনমোহন মন্দির ও রাসমেলার মাঠ সকাল থেকে গভীর রাত পর্যন্ত গমগম করে। দুই জায়গার মঞ্চেই হয় বিভিন্ন ধরনের অনুষ্ঠান। মদনমোহন মন্দিরের প্রাঙ্গণে ইতিমধ্যেই বাঁধা হয়েছে মঞ্চ। সেখানে কলকাতা থেকে আসছে যাত্রা, বিভিন্ন জায়গা থেকে আসছে কীর্তনের দল, বসবে বাউল গানের আসর। হবে উত্তরবঙ্গের লোকসঙ্গীত ভাওয়াইয়া। এছাড়াও ভক্তিগীতি, ভাগবত পাঠ, গীতা পাঠ তো থাকছেই। এদিকে, রাসমেলা মাঠের মঞ্চ কাঁপাতে মুম্বই ও কলকাতা থেকে আসবেন একঝাঁক শিল্পী। কোচবিহার পুরসভা ওই শিল্পীদের নিয়ে আসবে। এবার নতুন সংযোজন প্রতিদিন বিকেলে থাকছে টক শো। রাসমেলার দিনগুলিতে রাসমেলা মাঠ, আশপাশের এলাকা ও শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য অতিরিক্ত কর্মী নিয়োগ করবে পুরসভা। 


    কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, যুদ্ধকালীন তৎপরতায় কোচবিহার রাসমেলার প্রস্তুতি চলছে। মুম্বই, কলকাতার শিল্পীদের সমন্বয়ে জমজমাট অনুষ্ঠানের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। রাসমেলার দিনগুলিতে শহর পরিষ্কার রাখার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। 


    মদনমোহন মন্দিরের কর্মী জয়ন্ত চক্রবর্তী বলেন, রাস উৎসব উপলক্ষ্যে মদনমোহন মন্দিরে যাত্রা, কীর্তন সহ বিভিন্ন ধরনের ভক্তিমূলক অনুষ্ঠান করা হবে। তারজন্য শিল্পী ও দলগুলির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ১৬ থেকে ৩০ নভেম্বর, এই অনুষ্ঠানগুলি চলবে। মদনমোহন মন্দির সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে তিনটি যাত্রা ও স্থানীয় দলের যাত্রা অনুষ্ঠিত হবে। বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়া থেকে কীর্তনের দল আসবে। হুগলি থেকে আসছে বাউলের দল। 


    এদিকে কোচবিহার পুরসভা সূত্রে জানা গিয়েছে, রাসমেলার উদ্বোধন হবে ১৬ নভেম্বর। রাসমেলার মঞ্চে অর্পিতা দে, ঋক বসু, জেলিফা তামিন, নীলাঞ্জনা রায়, দীপান্বিতা ও দীপেন্দ্র, আরফিন রানা, সতীশ গজমীর, জান কুমার সানু, সম্মুখপ্রিয়া, আকাশ সেনের মতো শিল্পীরা আসবেন। মঞ্চে একদিন নায়েব আলি টেপু ও আব্বাস উদ্দিন স্মরণ সমিতির উদ্যোগে অনুষ্ঠান হবে। প্রতিদিন বিকেল ৪টে থেকে ৫টা পর্যন্ত শিল্পী, সাহিত্যিক, গবেষক, সাংবাদিকদের নিয়ে টক শোয়ের আয়োজন করা হবে। এবারই এই উদ্যোগ প্রথম নেওয়া হয়েছে। বিকেল ৫টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত স্থানীয় শিল্পীদের অনুষ্ঠান হবে। এরপরেই সাড়ে ৭টা থেকে আমন্ত্রিত শিল্পীদের অনুষ্ঠান হবে রাসমেলা মঞ্চে।
  • Link to this news (বর্তমান)