সংবাদদাতা, বানারহাট: জঙ্গলে ঘাস কাটতে গিয়ে বাইসনের হামলায় মৃত্যু হল একজনের। আহত হন আরও একজন। সোমবার ঘটনাটি ঘটে বানারহাট ব্লকের মোরাঘাট জঙ্গলের এসএমজি-২ কম্পার্টমেন্টে। বনদপ্তর জানিয়েছে, মৃতের নাম সুমারু মহম্মদ (৬৫)। জখমের নাম গুরুদেব রায়। একসঙ্গে চারজন জঙ্গলে ঘাস কাটার জন্য প্রবেশ করেন। আচমকাই একটি বাইসন তাঁদের উপর আক্রমণ করে। ঘটনাস্থল থেকে দু’জন পালিয়ে যেতে সক্ষম হলেও বাকি দু’জনকে জখম করে বাইসনটি। জঙ্গলেই মৃত্যু হয় সুমারুর। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বানারহাট থানার পুলিস ও বনকর্মীরা। দেহটি উদ্ধার করে পুলিস ময়নাতদন্তে পাঠায়। জখম গুরুদেবকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। এঁরা সকলেই বানারহাট ব্লকের দক্ষিণ শালবাড়ির বাসিন্দা। বাইসনের হামলা থেকে পালাতে সক্ষম রঞ্জিত রায় বলেন, চারজন ঘাস কাটতে জঙ্গলে ঢুকেছিলাম। আচমকাই একটি বাইসন তেড়ে আসে। এক সঙ্গীকে গুঁতো দিয়ে মেরে ফেলেছে বাইসন। মোরাঘাটের রেঞ্জার চন্দন ভট্টাচার্য বলেন, বাইসনের হামলায় একজনের মৃত্যু হয়েছে। জঙ্গলের ভিতরে ঘটনাটি, তাই মৃতের পরিবার ক্ষতিপূরণ পাবে কি না খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।