সংবাদদাতা, পুরাতন মালদহ ও হরিশ্চন্দ্রপুর: মালদহের চাঁচল-২ ব্লকের শুক্রবারী এ কে হাই মাদ্রাসায় সোমবার জাতীয় শিক্ষা দিবস উদযাপন করা হয়। স্বাধীনতা সংগ্রামী তথা দেশের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিন উপলক্ষ্যে দেশজুড়ে এই দিনটিকে জাতীয় শিক্ষা দিবস হিসেবে উদযাপন করা হয়। তারই অঙ্গ হিসেবে এদিন শুক্রবারী এ কে হাইমাদ্রাসায় নানা অনুষ্ঠানের আয়োজন। এদিন মাদ্রাসার পক্ষে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এবছর কয়েকজন বিশিষ্ট শিক্ষক শিক্ষিকাকে সংবর্ধনা প্রদান করা হয়। গাজোল ২ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ফতেপুর গ্রামে জাতীয় শিক্ষা দিবস পালিত হয়।