• শীতের স্পর্শ মিলবে দিন দুই পর থেকে
    বর্তমান | ১২ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি সপ্তাহে বৃহস্পতিবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমবে বলে আশা করছেন আবহাওয়াবিদরা। এই দফায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম হতে পারে। উত্তুরে হাওয়া কিছুটা সক্রিয় হওয়ার কারণে আবহাওয়ার এই পরিবর্তন হতে চলেছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় জাঁকিয়ে শীত আসতে অবশ্য দেরি রয়েছে। আপাতত  দিন দুই পর থেকে রাত ও ভোরের দিকে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমবে, তখন হাল্কা শীতের ছোঁয়া মিলতে পারে কলকাতা ও সংলগ্ন এলাকায়।


    শীত পড়েছে কি না, তা নির্ধারিত হয় সর্বনিম্ন তাপমাত্রার বিচার করে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় এখন সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশিই রয়েছে। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা (২২.৮ ডিগ্রি সেলসিয়াস) স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি বেশি ছিল। সর্বোচ্চ তাপমাত্রা (৩০.৫ ডিগ্রি) ছিল স্বাভাবিকের চেয়ে সামান্য কম। আকাশ কিছুটা মেঘলা থাকায় সর্বোচ্চ তাপমাত্রা কমেছে। কিছুদিন আগের তুলনায় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা কিছুট কমেছে। কিন্তু হাল্কা শীত পড়া বলতে যা বোঝায় তা এখনও হয়নি। পশ্চিমাঞ্চলে কয়েকটি জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে চলে এসেছে। এদিন পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি ছিল। আবহাওয়াবিদরা জানিয়েছেন, পশ্চিমাঞ্চলে স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রা কম। 


    দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন ও কাছাকাছি এলাকায় বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ পুবালি বাতাস গত কয়েকদিন ধরে ঢুকছে। নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা বেশি হওয়ার কারণ মূলত এটাই। জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা এইচ আর বিশ্বাস। পুবালি বাতাস আপাতত বন্ধ হতে চলেছে। তার জেরে সক্রিয় হবে শুষ্ক উত্তুরে বাতাস। এই সময় মাঝে মাঝে পুবালি বাতাস সক্রিয় হয়। তাই সর্বনিম্ন তাপমাত্রা ফের বাড়তে পারে। পশ্চিমাঞ্চলে পুবালি বাতাসের সক্রিয়তা আগে থেকে নেই। তাই সেখানে তাপমাত্রা অনেকটা কম। কলকাতা ও সংলগ্ন এলাকায় অবশ্য জাঁকিয়ে শীত পড়তে ডিসেম্বর মাস হয়ে যাবে, জানিয়েছেন আবহাওয়াবিদরা।
  • Link to this news (বর্তমান)