নিজস্ব প্রতিনিধি, বারাসত: সকালে পাড়ায় পাড়ায় ঘুরে রেকি। দুপুরে বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজ। তারপর একটু জিরিয়ে নিয়ে বিকেল থেকে চুরি করতে বেরিয়ে পড়া। এই ছিল উৎসবের মরশুমে বাংলাদেশ থেকে আগত চোরের রোজনামচা! চোরাপথে বাংলাদেশ থেকে ভারতে ঢুকে বারাসতে সস্ত্রীক ঘাঁটি গেড়েছিল সেই চোর। দুর্গাপুজো ও দীপাবলির সময় শহরের একাধিক জায়গায় চুরির তদন্তে নেমে মিজানুর তালুকদার নামে বছর ৪৮-এর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে বারাসত থানার পুলিস। তারপর পুলিসের হাতে এই তথ্য উঠে আসে। ধৃতের বাড়ি বাংলাদেশের মাদারিপুর জেলায়। তদন্তকারীদের ‘স্ক্যানারে’ রয়েছে তার স্ত্রীও।
পুলিস জানিয়েছে, মাস চারেক আগে মাদারিপুর থেকে চোরাপথে ভারতে আসে মিজানুর ও তার স্ত্রী। বারাসাত হাসপাতাল লাগোয়া একটি ফ্ল্যাট ভাড়া নেয়। দুর্গাপুজোর দিনগুলিতে বিকেলের পর অনেকেই বেরিয়ে পড়তেন ঠাকুর দেখতে। কোনও কোনও পরিবার আবার পুজোর ছুটিতে বেড়াতেও চলে গিয়েছিল। চুরির জন্য সেই সুযোগ কাজে লাগায় মিজানুর। দিনের বেলা এলাকায় ঘুরে পরিস্থিতি বুঝে নিত। বিকেলে চুরি করত। দরজার তালা কাটার জন্য সে ব্যবহার করত ছোট একটি যন্ত্র।
পুলিসের দাবি, দিনের বেলায় চুরি হয় না বলে একটি সাধারণ ধারণা আছে। সেটাকেই সুকৌশলে কাজে লাগাত মিজানুর। চুরি করে আনা সোনার জিনিস পরিমাপের জন্য বাড়িতে আধুনিক মেশিনও এনে রেখেছিল সে। যাবতীয় কীর্তিকলাপে তার স্ত্রীর মদত ছিল বলে প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা। বারাসত পুলিস জেলার পুলিস সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া বলেন, ‘পুজোর সময় একাধিক চুরির তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজ থেকে ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়। তারপর জানা যায়, ওর বাড়ি বাংলাদেশে। অবৈধভাবে সীমান্ত টপকে ভারতে প্রবেশ করে। চুরি করতে যেত সে একাই। গভীর রাতে নয়, দিনের আলোয় বা ভরসন্ধ্যায় সে চুরি করত, যাতে কারও সন্দেহ না হয়। ইতিমধ্যে সে তার ভাড়া নেওয়া ফ্ল্যাটকে বিলাসবহুলভাবে সাজিয়ে তুলেছে। জেরায় সে একাই চুরি করতে বেরত বলে স্বীকার করেছে। খোয়া যাওয়া সিংহভাগ সামগ্রী আমরা উদ্ধার করে ফেলেছি।’ ওই পুলিসকর্তা আরও জানান, বাড়ি ভাড়া দেওয়ার আগে মালিকের উচিত উপযুক্ত নথির কপি জমা রাখা। বিষয়টি নিশ্চিত করতে পুলিস উপযুক্ত পদক্ষেপ করছে। আঁখি দত্ত ও মৌমিতা বন্দ্যোপাধ্যায় নামে দুই ক্ষতিগ্রস্ত বাড়িমালিক জানালেন, পুজোর সময় বাড়ি ফাঁকা থাকার সুযোগে চুরি হয় তাঁদের বাড়িতে। তবে পুলিস যে তৎপরতার সঙ্গে কাজ করেছে, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাঁরা।