নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি ও কলকাতা: জাতীয় স্তম্ভকে (অশোক স্তম্ভ) অপমানের অভিযোগ! বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল জাতীয় নির্বাচন কমিশন। সোমবার বিষয়টি নিয়ে শো-কজ করা হয়েছে তাঁকে। গত ৭ নভেম্বর তালডাংরায় উপ নির্বাচনের প্রচারে গিয়ে পুলিসের উদ্দেশে কড়া ভাষায় তোপ দেগেছিলেন সুকান্তবাবু। বলেছিলেন, ‘তৃণমূলের হয়ে কাজ করার আগে টুপি আর জামার কাঁধে লাগানো অশোক স্তম্ভ খুলে ফেলুন। পরিবর্তে হাওয়াই চটি লাগিয়ে নিন।’ সংবিধানের শপথ নেওয়া একজন কেন্দ্রীয় মন্ত্রী কী করে এমন কথা বলতে পারেন—এই প্রশ্ন তুলে গত শনিবার এব্যাপারে কমিশনে লিখিত অভিযোগ দায়ের করে তৃণমূল কংগ্রেস। আর তার ভিত্তিতেই এদিন দুপুরে চিঠি পাঠিয়ে রাত ৮টার মধ্যে সুকান্তবাবুর জবাব তলব করা হয়। কমিশন জানায়, যদি ওই সময়ের মধ্যে জবাব না আসে, তাহলে ধরে নেওয়া হবে আপনার কিছু বলার নেই। এবং সেই মতো ব্যবস্থা নেবে কমিশন। সেই সময়সীমা পেরিয়ে গেলেও সুকান্তবাবু জবাব দেননি বলে খবর। এপ্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমাকে ২টো বেজে ১৬ মিনিটে মেল করা হয়েছে। আমি জবাব দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে সময় চেয়েছি। সময় হলেই উত্তর দেব।’ এরপরই জানা যায়, কমিশনের কাছে অন্তত তিন দিন সময় চেয়েছেন বালুরঘাটের সাংসদ।