• ক্যানিং মহকুমা হাসপাতালে সহকারী সুপারকে হুমকির অভিযোগ, চাঞ্চল্য
    বর্তমান | ১২ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: হুমকির শিকার হলেন ক্যানিং মহকুমা হাসপাতালের সহকারী সুপার সৌরভ দাস। সোমবার হাসপাতালে নিজের ঘরে তাঁকে ঘেরাও করে প্রথমে গালিগালাজ এবং পরে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগ হাসপাতালের সাফাইকর্মী ও নিরাপত্তারক্ষীদের একাংশের বিরুদ্ধে। এক বেসরকারি এজেন্সি তাদের নিয়োগ করেছে। এনিয়ে ক্যানিং থানা, দক্ষিণ ২৪ পরগনা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক মহলে অভিযোগ জানিয়েছেন সৌরভবাবু।


    হাসপাতাল কর্তৃপক্ষ ডিউটি রোস্টার করে দিলেও তা মেনে এই কর্মীরা কাজ করছিলেন না বলে দাবি সহকারী সুপারের। তাই তিনি তাঁদের অ্যাটেন্ডেন্স রেজিস্টার চেয়ে পাঠান। তিনি আরও জানান, রোস্টার মেনে যেহেতু তাঁরা কাজ করছিলেন না, তাই তিনি ওই কর্মীদের বেতনের বিলে সই করবেন না। এই নিয়ে এদিন নিরাপত্তা ও সাফাইকর্মী মিলিয়ে প্রায় ৩৫ জনের একটি দল সৌরভবাবুর অফিসে ঢুকে বিক্ষোভ শুরু করে। তিনি বলেন, বেতন বিলে সই করার জন্য রীতিমতো হুমকি দেওয়া হয় আমাকে। যদিও এই অভিযোগ অস্বীকার করে বিক্ষোভকারীদের দাবি, বেতন বিলে সই করার অনুরোধ করা হয়েছে মাত্র। কোনও হুমকি দেওয়া হয়নি।


    এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রোস্টার মেনে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। না হলে কোনও ঘটনা ঘটে গেলে তখন কে দায়িত্বে ছিলেন, সেটা বের করা কঠিন হয়ে পড়বে। কিন্তু ওই কর্মীরা এসব মানতে নারাজ। মুখ্য স্বাস্থ্য আধিকারিক মুক্তিসাধন মাইতি বলেন, বিষয়টি জেলাশাসকের নজরে আনব। হাসপাতালের রোগী কল্যাণ সমিতি যাতে বিষয়টির মীমাংসা করে, সেই আবেদনও করা হবে।
  • Link to this news (বর্তমান)