• স্কুলের অফিস ঘরে মদের বোতল! ট্যাব ‘দুর্নীতি’র তদন্তে গিয়ে তাজ্জব আধিকারিকরা
    প্রতিদিন | ১২ নভেম্বর ২০২৪
  • বাবুল হক, মালদহ: ট্যাব দুর্নীতির তদন্তে গিয়ে চক্ষুচড়কগাছ! স্কুলের অফিস ঘরে আলমারির নিচে মিলল মদের বোতল। তাজ্জব মহকুমাশাসক ও তদন্তকারী আধিকারিকরা। ঘটনাস্থল মালদহের হরিশচন্দ্রপুর।  এই ঘটনায় ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন মহকুমা শাসক। 

    ট্যাবের টাকা চলে যাচ্ছে অন্য অ্যাকাউন্টে। এই অভিযোগ আসছে একাধিক জেলা থেকে। এই ঘটনার তদন্ত করতে সোমবার মালদহের দুই স্কুলে যান প্রশাসনিক আধিকারিকরা। হবিবপুরের কেন্দপুকুর হাই স্কুলে গিয়ে তদন্ত করেন জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) বাণীব্রত দাস-সহ সরকারি আধিকারিকরা। হরিশ্চন্দ্রপুরের কনুয়া ভবানীপুর স্কুলে যান চাঁচোলের মহকুমাশাসকের নেতৃত্বে পুলিশ ও শিক্ষা দপ্তরের আধিকারিকরা। সেখানে গিয়েই তদন্তকারীরা হতবাক হয়ে যান। দেখেন, অফিস ঘরে আলমারির নিচে মদের বোতল!

    স্কুলে দাঁড়িয়েই পুলিশকে মদের বোতল উদ্ধারের ঘটনায় তদন্তের নির্দেশ দেন চাঁচোলের মহকুমা শাসক শৌভিক মুখোপাধ্যায়। মহকুমা শাসক বলেন, “স্কুলে মদের বোতল কীভাবে এল, সেই বিষয়ে পুলিশকে তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে।” প্রধান শিক্ষক রাজা চৌধুরী অবশ্য মদের বোতল প্রসঙ্গে মুখ খুলতে চাননি।
  • Link to this news (প্রতিদিন)