অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি! বাম স্তন থেকে বাদ ৬ কেজির টিউমার, NRS-এ চাঁচা হল হাড়ও
প্রতিদিন | ১২ নভেম্বর ২০২৪
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ত্রোপচার শেষ। টিউমারটি এবার ওজন করা হল। দেখা গেল ওজন ঠিক ৬ কেজি! অর্থাৎ বুকের বামদিকের স্তনে যে টিউমার তিল তিল করে বড় হচ্ছিল তার ওজন ঠিক ৬ কেজি!
কয়েকদিন আগে খাস কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারির অধ্যাপক ডা.উৎপল দে মহিলার স্তনের টিউমার অপারেশন করেছেন। অপারেশন বললে ভুল বলা হবে, বছর ৪৫-এর ওই মহিলার জীবন বাঁচাতে বুকের বা দিকের স্তন তো বটেই বুকের ওই অংশের হাড় পর্যন্ত চেঁচে বাদ দেওয়া হয়েছে। উৎপল বাবুর কথায়, “শত্রুর শেষ রাখতে নেই। বিশেষ করে এমন দৈত্যকার টিউমার এতদিনের ডাক্তারি জীবনে দেখিনি।” এন আর এস মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা.ইন্দিরা দে জানিয়েছেন রামপুরহাটের পাকুড় এলাকার বাসিন্দা ওই মহিলা যখন হাসপাতালের আউটডোরে দেখাতে আসেন রীতিমত হতবাক হয়ে যান কর্মরত ডাক্তার নার্সরা। ডা. উৎপল দে বলেছেন, “অসহনীয় যন্ত্রণায় কাতরাছিলেন। আর দেরি না করে দ্রুত ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়।”