• অণ্ডালে জলের দাবিতে ইসিএলের পরিবহণ বন্ধ করে বিক্ষোভ স্থানীয়দের
    বর্তমান | ১২ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, দুর্গাপুর: অণ্ডাল থানার সিদুলি বিনপাড়ার একটি কুয়ো ধসে তলিয়ে যায় গত শনিবার। ফলে প্রয়োজনীয় জল না মেলায় বিপত্তি ঘটে। এলাকার বাসিন্দারা জলকষ্টের সম্মুখীন হতেই সোমবার ইসিএলের পরিবহণ বন্ধ করে বিক্ষোভ দেখান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে ইসিএল কর্তৃপক্ষ এসে ট্যাঙ্কারের মাধ্যমে পানীয় জল দেওয়ার আশ্বাস দিলে প্রায় ২ ঘণ্টা পরে বিক্ষোভ উঠে যায়।উল্লেখ্য, ওই এলাকার বাসিন্দাদের পানীয় ও নিত্য ব্যবহারের জলের একমাত্র ভরসা ছিল ইসিএলের একটি কুয়ো। দীর্ঘ ৭০ বছর ধরে এলাকাবাসী ওই কুয়োর জল ব্যবহার করে আসছেন বলে দাবি। এলাকায় পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহের কোনও পরিষেবা নেই। পঞ্চায়েত থেকে নতুন একটি কুয়ো করে দিলেও ওই কুয়োর জল ব্যবহারের অযোগ্য। এরমধ্যে শনিবার রাতে ইসিএলের কুয়োটি ধসের কবলে পড়ে তলিয়ে যায়। অভিযোগ, এদিন পর্যন্ত জলের কোনও ব্যবস্থা করেনি ইসিএল। এরপরেই এদিন পরিবহণ বন্ধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী।


    অমরজিৎ মাঝি ও সবিতাদেবী বলেন, ইসিএল প্রতিশ্রুতি দিয়েও দু’দিন ধরে জল দেয়নি। এলাকার আরও একটি কুয়ো আছে। ওই কুয়োর জল পরিস্রুত করে দিলে আপাতত সমস্যা মিটে যাবে।খান্দরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আশিস ভট্টাচার্য বলেন, এদিন ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন প্রধান। পঞ্চায়েতের কুয়োর জল দ্রুত পরিশোধন করে দেওয়া হবে। ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে, এদিন সন্ধ্যায় এলাকায় জলট্যাঙ্ক পাঠাবে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)