• আবাসের তালিকা থেকে নাম বাদ, হরিহরপাড়ায় বিক্ষোভ
    বর্তমান | ১২ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: আবাস যোজনার তালিকা থেকে নাম কেটে দেওয়ার অভিযোগে হরিহরপাড়া ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখাল এলাকার বেশকিছু উপভোক্তা। হরিহরপাড়া ব্লকের রায়পুর অঞ্চলের গোবিন্দপুর এলাকার বিধবা মহিলাদের নাম আবাস যোজনার তালিকা থেকে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তৎকালীন পঞ্চায়েত উপ প্রধান মহম্মদ ইসলাম শেখের বিরুদ্ধে। বর্তমানে তিনি রায়পুর অঞ্চল তৃণমূলের যুব সভাপতি। এলাকার বিধবা মহিলাদের অভিযোগ, টাকা দিতে না পারায় তালিকা থেকে নাম কেটে দিয়েছিল ওই উপ প্রধান। এই অভিযোগে সোমবার হরিহরপাড়া বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান গোবিন্দপুর এলাকার বেশকিছু বাসিন্দা। তাঁরা এদিন আবাস যোজনার ঘর পাওয়ার জন্য বিডিওর কাছে আবেদন জানান। যদিও ওই মহিলাদের তোলা অভিযোগ পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন বলেই জানিয়েছেন প্রাক্তন উপপ্রধান।


    মহিলারা বলেন, সেসময় আমাদের নাম ইচ্ছা করে বাদ দেওয়া হয়েছিল। আমাদের বাড়ি করার সামর্থ্য নেই। আমাদের আবেদন বিবেচনা করার অনুরোধ রইল। ওই সময় ১০-২০ হাজার টাকা নিয়ে অযোগ্য ব্যক্তিদের ঘর পাইয়ে দেওয়া হয়েছে। আমরা টাকা দিতে পারিনি বলে আমাদের নাম তালিকা থেকে  বাদ দেওয়া হয়।  যদিও মহম্মদ ইসলাম বলেন, আমি উপ প্রধান থাকাকালীন এসব ঘরের ব্যাপার অতটা বুঝতাম না। তবে যে অভিযোগ তোলা হচ্ছে পুরো ভিত্তিহীন। আমাদের কি অত ক্ষমতা আছে যে, বাড়ি পাওয়ার তালিকায় নাম তুলে দেব বা বাদ দেব।  হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর পলাশ বলেন, বেশকিছু মানুষ ব্লক অফিসে অভিযোগ নিয়ে আসছেন। আমাদের রাজ্য সরকার চাইছে প্রকৃত গরিব মানুষ যাতে বাড়ি পায়। সেজন্যই আবাসের তালিকা খতিয়ে দেখা হচ্ছে। বাড়ি পাওয়ার যোগ্য হলে অবশ্যই দেওয়া হবে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)