তেলজান্না কাঁকরখালের বেইলি ব্রিজ দুর্বল ঘুরপথে যাতায়াতে বাধ্য হচ্ছেন স্থানীয় মানুষ ও গাড়িচালকরা
বর্তমান | ১২ নভেম্বর ২০২৪
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের তেলজান্না কাঁকরখালের বহু পুরনো বেইলি ব্রিজটি দুর্বল হয়ে পড়েছে। ব্রিজের উপরে লোহার পাত মরচে ধরে ফুটো হয়ে গিয়েছে। জেলার সেচদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে ব্রিজটি। অভিযোগ জানানো সত্ত্বেও মেরামতের কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। মালদহ সেচদপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুবোধ গুড়িয়া বলেন, বর্ষার কারণে মেরামতের কাজ শুরু করা হয়নি। নভেম্বরের শেষের দিকে মেরামতের পাশাপাশি রং করার কাজ শুরু হবে। তবে ব্রিজটি গঠনগত দিক থেকে অনেকটা দুর্বল হয়ে পড়েছে। ভারী পণ্যবাহী গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সত্তরের দশকে বেইলি ব্রিজটি তৈরি হয়েছিল। বহু বছর ধরে ব্রিজটি দুর্বল হয়ে পড়েছে। ২০১৭ সালের বন্যায় ব্রিজটি আরও বেশি দুর্বল হয়ে যায়। ব্রিজের মাঝের কংক্রিটের পিলারটিতে হালকা ফাটল দেখা দিয়েছে। তখন থেকে সেচদপ্তর ভারি পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে ছোট গাড়ি, টোটো, অটো,বাইক ও সাইকেল চলাচল করছে।
স্থানীয় বাসিন্দা মুরসালিন আলি, মহম্মদ আসরাফুল হক ও আব্দুল মাতিনরা বলেন, ব্রিজটিতে ৬৮ টি লোহার পাত রয়েছে। প্রায় সব পাতে মরচে ধরে ফুটো হয়ে গিয়েছে। পাত থেকে নাটবোল্ট খুলে গিয়েছে।
ব্রিজে আলো না থাকায় রাতে সাইকেল ও বাইকের চাকা ভাঙা পাতের গর্তে বসে ঘটছে দুর্ঘটনা। এমনকী কয়েক বছর আগে একটি পাত চুরিও যায়। গাড়িচালক মহম্মদ নুরুদ্দিন বলেন, ব্রিজটি দুর্বল হয়ে পড়ায় ঘুরপথে হরিশ্চন্দ্রপুরে যেতে হয়। এতে সময় বেশি লাগে। মালদহ সেচদপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জানান, ব্রিজের পাশেই সেচদপ্তর থেকে কংক্রিটের ব্রিজের প্রস্তাব পাঠানো হয়েছে। সেটি হতে সময় লাগবে।