• লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় হাতের কাজ শিখে স্বনির্ভর ময়নাগুড়ির গৃহবধূ
    বর্তমান | ১২ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় ভাগ্য খুলল ময়নাগুড়ির এক দরিদ্র গৃহবধূর। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে হাতের কাজ শিখে ব্যবসা করে স্বনির্ভর হয়েছেন ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি পঞ্চায়েতের বাসিন্দা বিষ্ণুপ্রিয়া রায়। এখন তিনি দিনমজুর স্বামীর সঙ্গে হাতে হাত মিলিয়ে সংসার চালাচ্ছেন। বিষ্ণুপ্রিয়াদেবীর এক ছেলে ও দুই মেয়ে। পরিবার নিয়ে তিনি এখন খুশি। এজন্য তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন। বছরখানেক আগে বিষ্ণুপ্রিয়াদেবী হাতের কাজের প্রশিক্ষণ নেন। তাঁর স্বামী শ্রীধর রায় পেশায় দিনমজুর। খুব কষ্টের মধ্যদিয়ে তিন সন্তান নিয়ে তাঁদের সংসার চলছিল। এমতাবস্থায় বিষ্ণুপ্রিয়াদেবী ঠিক করেন তিনি কিছু করবেন। কিন্তু কোনও ব্যবসা করার জন্য তো প্রশিক্ষণ ও অর্থের প্রয়োজন। তেমন অর্থ তাঁর কাছে ছিল না। সেকারণে লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় হস্তশিল্পের প্রশিক্ষণ নেন। পরবর্তীতে এই টাকা দিয়েই তিনি হাতের কাজ তৈরির সামগ্রী ক্রয় করেন। শুরু হয় পথ চলা। বর্তমানে ময়নাগুড়ি সহ পার্শ্ববর্তী ব্লকেও তিনি হাতের তৈরি সামগ্রী বিক্রি করেন। তিনি পাট দিয়ে ঘর সাজানোর নানা উপকরণ সহ কভার ফাইল, দেওয়ালে টাঙানোর নানা ছবি সহ প্রচুর সামগ্রী তৈরি করেন। বিষ্ণুপ্রিয়াদেবী বলেন, খুব কষ্টের মধ্যদিয়ে সংসার চলছিল। সেকারণেই নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম। তা থেকেই হাতের কাজ শেখা শুরু করি। লক্ষ্মীর ভাণ্ডারের টাকার জন্যই নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। এখন রোজগার ভালোই হচ্ছে। বাড়িতে বসেই সামগ্রীগুলি তৈরি করি। এক মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। ছেলে ও আর এক মেয়ে পড়াশোনা করছে। সবটাই সম্ভব হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)