• ময়নাতদন্তের পর দেহ সেলাই করতে টাকা নিয়ে চাপে ফেরত
    বর্তমান | ১২ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, ইসলামপুর: ময়নাতদন্তের পর দেহ সেলাই করতে মৃতের পরিজনদের কাছে চাওয়া হয়েছিল টাকা। টাকা না দেওয়া পর্যন্ত দেহ ছাড়া হয়নি। ইসলামপুর মহকুমা হাসপাতালে মর্গের কর্মীর বিরুদ্ধে এমন অভিযোগ সামনে আসে। হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার তদন্ত করার পর সোমবার রোগীর পরিজনদের হাতে টাকা ফেরত দেয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত সোমবার রাতে রামগঞ্জের এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। মঙ্গলবার তাঁর দেহের ময়নাতদন্ত হয়। অভিযোগ, মর্গের কর্মী মৃতদেহ সেলাই করার জন্য ৩৫০০ টাকা নেয়। টাকা না দেওয়া পর্যন্ত দেহ ছাড়া হয়নি। দরিদ্র পরিবারটি খুবই কষ্টে টাকা জোগাড় করে দেওয়ার পর দেহ দেওয়া হয়। বিষয়টি নিয়ে অভিযোগ ওঠে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত করে। মৃতের কাকা প্রদীপ বসাক বলেন, আমার ভাইপোর দেহ ময়নাতদন্তের এক কর্মী আমাদের কাছ থেকে ৩৫০০ টাকা নিয়েছিল। এদিন আমাদের সেই টাকা ফেরত দেয়।
  • Link to this news (বর্তমান)