• বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে শহরে একটি ট্রাস্টকে মিছিল করার অনুমতি দিল হাইকোর্ট
    বর্তমান | ১২ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে আজ, মঙ্গলবার ১২ই নভেম্বর গোবর্ধন গিরি চ্যারিটিবেল ট্রাস্টের পক্ষ থেকে একটি পদযাত্রার আয়োজন করা হয়। যদিও পুলিসের তরফে সেই পদযাত্রার অনুমতি দেওয়া হয়নি। সেই কারণে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় গোবর্ধন গিরি চ্যারিটিবেল ট্রাস্টের সদস্যরা। আজ, মঙ্গলবার তাদের সেই পদযাত্রা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে রাজ্য সরকারের তরফে যে রুট ঠিক করে দেওয়া হয়েছে সেই অনুযায়ী পদযাত্রার আয়োজন করতে হবে বলে জানিয়েছে আদালত। এই মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, পথযাত্রা শুরু হবে আর. আর. অ্যাভিনিউ থেকে। তারপর সেখান থেকে লেনিন সরণি হয়ে মৌলালি পৌঁছে বেকবাগান ক্রসিংয়ে পদযাত্রা শেষ হবে। সেখান থেকে মিছিলে থাকা পাঁচজনের প্রতিনিধি দল বাংলাদেশ হাইকমিশনে তাদের স্মারকলিপি জমা দিতে পারবেন। এই গোটা রুটে নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য অতিরিক্ত পুলিস মোতায়েনের নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি আয়োজকদের ভলান্টিয়াররা সর্বদা পুলিসের সঙ্গে যোগাযোগ রাখবেন বলে মন্তব্য করেছেন বিচারপতি। এই রুটের গুরুত্বের কথা মাথায় রেখে পুলিসকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে আদালত। কোনওরকম অশান্তি হলেই লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে বলে জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। একই সঙ্গে গোবর্ধন গিরি চ্যারিটিবেল ট্রাস্টকে বলা হয়েছে, পদযাত্রায় ১০০০ জনের বেশি লোকের জমায়েত চলবে না। আজ, মঙ্গলবার বেলা সাড়ে বারোটা থেকে সাড়ে চারটা পর্যন্ত পদযাত্রার অনুমতি দেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)