নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাইকোর্টে ফের ধাক্কা খেলেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। ওই মেডিক্যাল কলেজে দুর্নীতি মামলায় ধৃত সন্দীপ এবং বাকিদের বেআইনিভাবে আটকে রাখার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। কিন্তু এমন অভিযোগের গুরুত্বই দিল না আদালত।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর নিম্ন আদালত সন্দীপ এবং এই মামলায় বাকি ধৃতদের ২১ অক্টোবর হাজির করানোর নির্দেশ দিয়েছিল। বিষয়টিতে সিবিআই কোর্টের অনুমতিও নিয়েছিল সিবিআই। এরপরই তাঁদের বেআইনিভাবে আটকে রাখার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ।
সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ছিল মামলাটির শুনানি। পর্যবেক্ষণে বিচারপতি স্পষ্ট জানান, সিবিআই বিশেষ আদালতের এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করার এক্তিয়ার রয়েছে। বিশেষ আদালতের নির্দেশ অনুযায়ী যদি তাঁদের হাজির না-করা হয়, সেক্ষেত্রে ওই রায় চ্যালেঞ্জ করে সংশ্লিষ্ট জায়গায় আবেদন করতে হবে। এতে হাইকোর্ট প্রাথমিকভাবে কোনও অনৈতিক কিছু দেখছে না। এরপরই সন্দীপের আবেদন খারিজ করে দেন বিচারপতি ঘোষ। ইতিমধ্যেই এই মামলায় সন্দীপ ও তাঁর নিরাপত্তারক্ষীসহ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।