• কাল ভোটগ্রহণ, শেষ প্রচারের  মিছিলে ঝাঁঝ বাড়াল সব দলই
    বর্তমান | ১২ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর ও বারাসত: রাত পোহালেই রাজ্যের ছ’টি বিধানসভা আসনে ভোটগ্রহণ। ভোট রয়েছে উত্তর ২৪ পরগনার নৈহাটি ও হাড়োয়া কেন্দ্রে। সোমবার প্রচারের শেষে আশাবাদী তৃণমূল। প্রচারের খামতি রাখেনি বিজেপি, কংগ্রেস সহ বিরোধীরা। শেষলগ্নের প্রচারে মিছিলে ঝাঁপাল সব রাজনৈতিক দলই। 


    নৈহাটিতে তৃণমূল প্রার্থী সনৎ দে’র সমর্থনে মিছিল হয়। ফেরিঘাট সংলগ্ন স্বপ্নবীথি পার্ক থেকে মিছিল গৌরীপুর হয়ে ফায়ার ব্রিগেডের কাছে গিয়ে শেষ হয়। মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বিধানসভার মুখ্যসচেতক নির্মল ঘোষ, বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, লাভলী মৈত্র, মঞ্জু বসু, সোমনাথ শ্যাম, সুবোধ অধিকারী, রফিকুর রহমান ছাড়াও একাধিক পুরসভার চেয়ারম্যান ও বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক উপস্থিত ছিলেন। তৃণমূল প্রার্থী সনৎ দে বলেন, ‘মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাম, বিজেপি, কংগ্রেস হার মেনেছে।’ 


    সাংসদ পার্থ ভৌমিক বলেন, ‘এবারের ভোটে আমাদের জয়ের ব্যবধান সব রেকর্ড ছাপিয়ে যাবে।’ 


    বিজেপি প্রার্থী রূপক মিত্রের সমর্থনে সাহেব কলোনির মুখ থেকে স্টেডিয়াম পর্যন্ত রোড শো করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। উপস্থিত ছিলেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্র, বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। এক বিজেপি কর্মীকে হুমকি দেওয়ার অভিযোগ জানতে পেরে তাঁর বাড়িতে দেখা করতে যান সুকান্ত মজুমদার।


    বাম ও কংগ্রেস প্রার্থী ছোট ছোট সভা দিয়েই শেষ করেছেন প্রচার পর্ব। বাম সমর্থিত লিবারেশন প্রার্থী দেবজ্যোতি মজুমদার এদিন সকাল থেকে নিজের এলাকা গরিফা অঞ্চলে বাড়ি বাড়ি প্রচার সারেন। অন্যদিকে, কংগ্রেস প্রার্থী পরেশ সরকার নৈহাটি বিধানসভার গ্রামীণ এলাকায় হুড খোলা গাড়িতে চেপে মাইক হাতে প্রচার চালান। 


    হাড়োয়াতেও শেষ পর্বের প্রচার জমে উঠেছিল।  হাড়োয়া থেকে দেগঙ্গা সহ বারাসত ২ ব্লকের শাসন এলাকাতেও প্রচার সেরেছেন সব দলের নেতা কর্মীরা। প্রার্থী রবিউল ইসলামকে নিয়ে বাইক র‍্যালি করেন তৃণমূলের কর্মীরা। দেগঙ্গার চাঁপাতলা পঞ্চায়েতে হয় র‍্যালি। নেতৃত্বে ছিলেন হাড়োয়া নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত তথা রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। র‍্যালি শেষ হয় দেগঙ্গার জুয়ারিয়া এলাকায়। মন্ত্রী সুজিত বসু বলেন, মানুষের তৃণমূলের প্রতি আলাদা সমর্থন আছে। প্রতিটি প্রচারে তা দেখা গিয়েছে। জয় নিশ্চিত। 


    কংগ্রেস প্রার্থী হাবিব রেজা চৌধুরীর সমর্থনে প্রচারে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। মিছিলে হাজির ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি অমিত মজুমদার, রাজ্যের মহিলা কংগ্রেসের সভানেত্রী শুভ্রতা দত্ত সহ অন্যান্যরা। বারাসত ২ নম্বর ব্লকের কাচকল মোড় থেকে শাসনের বোয়ালঘাটা পর্যন্ত মিছিল করেন কংগ্রেস নেতৃত্ব। শুভঙ্কর বলেন, ভোটে মানুষই শেষ কথা। মানুষ জোট বাঁধলে কেউ কিছু করতে পারবে না। শেষলগ্নে প্রচার সেরেছেন বিজেপি নেতা-কর্মীরাও। বিজেপি প্রার্থী বিমল দাসের সমর্থনে কাচকল মোড় থেকে শাসন, মিতপুকুর, সর্দারহাটি পর্যন্ত মিছিল হয়। বিজেপি নেতা তাপস মিত্রের মন্তব্য, মানুষের অধিকার কেড়ে নিয়েছে তৃণমূলের গুন্ডারা। ভোট দিতে দেওয়া হলে মানুষ তৃণমূলকে ছুড়ে ফেলবে। 
  • Link to this news (বর্তমান)