ট্যাব কেলেঙ্কারিতে পুলিশের ধরপাকড়, হাসেম শেখ-সহ ২ জেলা থেকে গ্রেফতার ৪
হিন্দুস্তান টাইমস | ১২ নভেম্বর ২০২৪
রাজ্য সরকারের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের টাকা তছরূপের অভিযোগে উত্তরবঙ্গের ২ জেলা থেকে ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। মালদা থেকে ১ ও উত্তর দিনাজপুর থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বয়স ২১ – ২৫ বছরের মধ্যে বলে জানা গিয়েছে। এর পিছনে সংগঠিত চক্র কাজ করছে বলে প্রাথমিক তদন্তে মনে করছেন গোয়েন্দারা।
ট্যাবের টাকা ভুয়ো অ্যাকাউন্টে সরিয়ে ফেলার অভিযোগ ঘিরে গত কয়েকদিন ধরে রাজ্যজুড়ে তোলপাড় চলছে। কার কারসাজিতে পড়ুয়াদের টাকা প্রতারকদের অ্যাকাউন্টে চলে গেল তা নিয়ে উঠছে প্রশ্ন। প্রশ্ন উঠছে সরকারি পোর্টালের নিরাপত্তা নিয়েও। এই ঘটনার তদন্তে কোমর বেঁধে নামে রাজ্য পুলিশ। আসানসোলের একটি স্কুলের বেশ কয়েকজন ছাত্রের টাকা উত্তর দিনাজপুরের পঞ্জাব ন্যশনাল ব্যাঙ্কের অ্যাকাউন্টে চলে গিয়েছে বলে জানা যায়। তদন্তকারীরা জানান, রাজ্য ও রাজ্যের বাইরে প্রায় ২৫০টি এরকম অ্যাকাউন্ট চিহ্নিত করা গিয়েছে যেখানে সরকারি প্রকল্পের টাকা চলে গিয়েছে।
এই ঘটনার তদন্তে নেমে সোমবার মালদার বৈষ্ণবনগর থেকে প্রথম এক যুবককে গ্রেফতার করে পুলিশ। হাসেম শেখ নামে ওই যুবককে নিজের বাড়ি থেকে গ্রেফতার করেন তদন্তকারীরা। এর পর উত্তর দিনাজপুর থেকে আরও ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ২ জন চোপড়া ও ১ জন ইসলামপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে।
তদন্তকারীদের অনুমান এই প্রতারণার পিছনে সংগঠিত চক্র রয়েছে। কে বা কারা এই যুবকদের সরকারি ওয়েবসাইট হ্যাকিং শেখাচ্ছে ধৃতদের জেরা করে তা জানার চেষ্টা করছে পুলিশ।