• নিয়ম মানতে বাধ্য করায় হাসপাতালে ঢুকে অ্যাসিস্ট্যান্ট সুপারকে হুমকি তৃণমূলের
    হিন্দুস্তান টাইমস | ১২ নভেম্বর ২০২৪
  • রাজ্যে ফের হাসপাতালে ঢুকে চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দিনহাটার পর এবার প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল ক্যানিং মহকুমা হাসপাতালের সুপারকে। অভিযোগ, হাসপাতালের সাফাইকর্মী ও নিরাপত্তারক্ষীদের হাজিরায় কড়াকড়ি করায় হুমকির মুখে পড়তে হয়েছে অ্যাসিস্ট্যান্ট সুপার সৌরভকুমার দাসকে। অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা তন্ময় দাস। গোটা ঘটনার কথা দক্ষিণ ২৪ পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে চিঠি দিয়ে জানিয়েছেন ওই চিকিৎসক। ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন CMOH.

    আরও পড়ুন - কৃষ্ণনগরে জগদ্ধাত্রীর বিসর্জনের আগেই দাউ দাউ করে আগুন ক্লাবে, মৃত ১

    পড়তে থাকুন - উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং, ডাকার পরেও এলেন না ১৪৪জন, চাকরি নিতেও অনীহা!

    অভিযোগ, সোমবার বেলা ১১টা নাগাদ তন্ময় দাসের নেতৃত্বে হাসপাতালে ঢুকে পড়ে বেশ কয়েকজন বহিরাগত। সঙ্গে ছিলেন হাসপাতালের কয়েকজন নিরাপত্তারক্ষী। কেন হাসপাতালে নিরাপত্তারক্ষী ও পরিচ্ছন্নতাকর্মীদের হাজিরায় কড়াকড়ি করা হচ্ছে সেই প্রশ্ন তুলে অ্যাসিস্ট্যান্ট সুপারকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।

    সৌরভবাবু জানিয়েছেন, ‘ওদের দাবি ওরা ডিউটি না করলেও বকেয়া স্লিপে আমাকে সই করে দিতে হবে। একজনের ডিউটি আরেকজন করবে, সেসব মেনে নিতে হবে। আমাকে বলেছে, আপনার অত রোস্টার দেখার দরকার নেই। আয়াদের হাসপাতালের ভিতরে ঢুকতে দিতে হবে বলেও দাবি করতে থাকেন তাঁরা। বেশি নিয়ম দেখালে কী করে ক্যানিং থেকে বেরোন দেখে নেব। আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। স্বচ্ছতার সঙ্গে কাজ করতে গিয়ে আমাকে হুমকির মুখে পড়তে হল।’

    গোটা ঘটনার কথা হাসপাতালের সুপার ও CMOH মুক্তিসাধন মাইতিকে চিঠি দিয়ে জানিয়েছেন আক্রান্ত চিকিৎসক। ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন CMOH. এই ঘটনার জেরে হাসপাতালে আতঙ্ক ছড়িয়েছে।

    আরও পড়ুন - ভাসান দেখে ফেরার সময় মারধরে যুবকের মৃত্যু, গ্রেফতার ৩, অধরা মূল অভিযুক্ত

    হুমকির অভিযোগ অস্বীকার করে ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা জানিয়েছেন, ‘তৃণমূল হুমকির সংস্কৃতিতে বিশ্বাস করে না। কী ঘটেছে জেনে বলব।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)