কৃষ্ণনগরে জগদ্ধাত্রী বিসর্জনে সংঘর্ষ, ক্লাব সদস্যদের রাস্তায় ফেলে পেটাল পুলিশ
হিন্দুস্তান টাইমস | ১২ নভেম্বর ২০২৪
কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে বেপরোয়া লাঠি চালাল পুলিশ। সোমবার রাতে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে ২ ক্লাবের বিবাদ থামাতে ক্লাব সদস্যদের রাস্তায় ফেলে পেটায় পুলিশ। ঘটনায় বেশ কয়েকজন ক্লাব সদস্য আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পালটা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান ক্লাব সদস্যরা।
পড়তে থাকুন - উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং, ডাকার পরেও এলেন না ১৪৪জন, চাকরি নিতেও অনীহা!
জগদ্ধাত্রী পুজোর দশমীতে সোমবার সন্ধ্যায় কৃষ্ণনগরে চলছিল প্রতিমা নিরঞ্জন। কৃষ্ণনগর শহরের প্রথা অনুসারে প্রথমে প্রতিমা নিয়ে যাওয়া হয় রাজবাড়িতে। সেখান থেকে জলঙ্গীর ঘাটে বিসর্জন দেওয়া হয় প্রতিমাকে। অভিযোগ, কে আগে রাজবাড়ি যাবে তাই নিয়ে ২টি ক্লাবের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। অভিযোগ সেই সময় বাঘাডাঙা বারোয়ারি পুজোর সদস্যদের ওপর লাঠি চালাতে শুরু করে পুলিশ। প্রকাশ্য রাস্তায় ফেলে পেটানো হয় ক্লাবের সদস্যদের। বিসর্জনের শোভাযাত্রা দেখতে তখন রাস্তার পাশে হাজার হাজার মানুষের ভিড়। পুলিশের রণমূর্তি দেখে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। ধাক্কাধাক্কিতে ভেঙে যায় রাস্তার পাশের ব্যারিকেড। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাউড স্পিকারে ঘোষণা করে সাধারণ মানুষকে শান্ত করে পুলিশ।
এই ঘটনার পর পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন ক্লাব সদস্যরা। যার জেরে নতুন করে উত্তেজনা ছড়ায়। তবে পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানাচ্ছেন, গত বেশ কয়েকটি পুজোর বিসর্জনে কৃষ্ণনগরে অশান্তি হয়েছে। প্রকাশ্য রাস্তায় সংঘর্ষে জড়িয়েছেন বিভিন্ন ক্লাবের সদস্যরা। বারবার এই ধরণের ঘটনায় পুলিশি ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। বিসর্জনকে ঘিরে বার বার সংঘর্ষের ঘটনায় কোনও ইন্ধন রয়েছে কি না সেই প্রশ্নও উঠছে।