• নৈহাটির বিজেপি প্রার্থী নিয়ে ভিডিয়ো ভাইরাল
    আনন্দবাজার | ১২ নভেম্বর ২০২৪
  • বুধবার উপনির্বাচন। সোমবার নৈহাটির বিজেপি প্রার্থী রূপক মিত্রর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে একটি ভিডিয়ো ভাইরাল হল (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার)। তাতে জেঠিয়ার বাসিন্দা জীবনকৃষ্ণ দে নামে এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, “নৈহাটির বিজেপি প্রার্থী রূপক মিত্র খুনের হুমকি দিয়ে আমার পোস্ট অফিসের নথিতে সই করিয়ে দু’লক্ষ ৪০ হাজার টাকা তুলেছে। আমাকে এক টাকাও দেয়নি।” ৬ নভেম্বর তিনি জেঠিয়া থানায় অভিযোগ করেন।

    নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে বলেন, “ভিডিয়ো দেখে জীবনকৃষ্ণের সঙ্গে দেখা করেছি। পঞ্চায়েত ও থানায় উনি অভিযোগ করেছেন। চাকরি বা কিছু পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়েছিলেন বিজেপি প্রার্থী। টাকার কথা কাউকে না বলার জন্য হুমকি দিয়েছেন বলে শুনেছি।” তাঁর কথায়, “যারা গরিব মানুষকে ঠাকায়, তাদের লোকসমাজে মুখ দেখানো উচিত না।”

    রূপক বলেন, “ভোটের আগে কুৎসা রটাতেই এ সব করা হচ্ছে। যিনি এ কথা বলেছেন, তিনি আমার বাড়িতে জঙ্গল পরিষ্কার করতেন। এক দিন বাড়িতে কেউ ছিল না। সেই সুযোগে আলমারি খুলে জীবনকৃষ্ণ সোনার গয়না চুরি করেন। ঘটনাটি ২০১৫ সালের। তখন জেঠিয়া থানা ছিল না। বীজপুর থানায় অভিযোগ করেছিলাম। কিছু জিনিস উদ্ধারও করে পুলিশ। এখন উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এগুলি করা হচ্ছে।”

  • Link to this news (আনন্দবাজার)