• দার্জিলিঙে মুখ্যমন্ত্রীর সঙ্গে জিটিএর বৈঠক। আরজি কর-কাণ্ডে শিয়ালদহ কোর্টে সাক্ষ্যগ্রহণ। আর কী নজরে
    আনন্দবাজার | ১২ নভেম্বর ২০২৪
  • আজ বিকেল সাড়ে ৩টে নাগাদ জিটিএর সদস্যদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়ের উন্নয়নে জিটিএর সদস্যদের কোনও নতুন নির্দেশ মুখ্যমন্ত্রী দেবেন কি না সেই বিষয়ে নজর রয়েছে পাহাড়ের রাজনৈতিক মহলের। এর পর বুধবার দুপুরে দার্জিলিং চৌরাস্তায় সরস মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। দু’দিনের পাহাড় সফরে সেরে আগামী ১৪ নভেম্বর শিলিগুড়ি হয়ে কলকাতায় ফেরার কথা তাঁর। কলকাতায় ফিরেই আগামী ১৫ নভেম্বর বীরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজারহাটে আদিবাসী ভবনে একটি অনুষ্ঠানে যোগ দেবেন মমতা। সোমবার সপ্তাহের প্রথম দিনেই উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মমতা। তবে মুখ্যমন্ত্রীর এই সফর তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। শেষ বার মুখ্যমন্ত্রী দার্জিলিং গিয়েছিলেন গত বছরের ডিসেম্বরে। আজ এই সংক্রান্ত খবরে নজর থাকবে।

    আরজি কর হাসপাতালে ধর্ষণ এবং খুনের মামলায় ‘ইন ক্যামেরা’ বিচার শুরু হয়েছে শিয়ালদহ আদালতে। সোমবার প্রথম দিনে সাক্ষ্যগ্রহণ হয়েছে। আদালতে হাজির ছিলেন নির্যাতিতার বাবা। ছিলেন এক প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ্যায়, যিনি নিজেকে ‘কাকু’ বলে পরিচয় দিয়েছিলেন। আদালতে হাজির করানো হয়েছিল ধৃত সিভিক ভলান্টিয়ারকেও। সন্ধ্যায় আদালত থেকে প্রিজ়ন ভ্যানে করে বেরোনোর সময় ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তিনি। দাবি করেছেন, কলকাতা পুলিশের তৎকালীন কমিশনার বিনীত গোয়েলই তাঁকে ফাঁসিয়েছেন। আজ বিচার-পর্বের দ্বিতীয় দিন।

    নৈহাটি উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সনৎ দে-র সমর্থনে ভিডিয়ো বার্তা দিয়েছিলেন কলকাতার তিন প্রধান ক্লাব ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহমেডানের তিন শীর্ষ কর্তা। তারই প্রতিবাদে আজ গোষ্ঠ পালের মূর্তির সামনে জমায়েত ডেকেছে তিন প্রধানের সমর্থকদের মঞ্চ। এই কর্মসূচির খবরে আজ নজর থাকবে।

    আগামিকাল, বুধবার রাজ্যের ছ’টি বিধানসভা আসন— হাড়োয়া, নৈহাটি, মেদিনীপুর, তালড্যাংরা, সিতাই এবং মাদারিহাটে উপনির্বাচন রয়েছে। সোমবার ভোটের প্রচারের শেষ দিন ছিল। আজ শেষ মুহূর্তের প্রস্তুতি নেবে নির্বাচন কমিশন। ভোটকর্মীরা যাতে সুষ্ঠু ভাবে ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছন, কেন্দ্রীয় বাহিনী ঠিক ভাবে মোতায়েন করা হয়েছে কি না, এ বিষয়গুলি দেখবে তারা। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

    সপ্তাহান্তে তাপমাত্রা কমতে পারে রাজ্যে। উত্তরে হিমালয়ঘেঁষা এলাকা এবং দক্ষিণে গাঙ্গেয় বাংলায় রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে ১৫ নভেম্বরের আগে সেই সম্ভাবনা নেই। আজ দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং এবং কালিম্পঙে বিক্ষিপ্ত ভাবে সামান্য বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে মোটের উপর শুকনো আবহাওয়া থাকবে।

  • Link to this news (আনন্দবাজার)