আলিপুর জানিয়েছে, সপ্তাহান্তে তাপমাত্রা খানিক কমতে পারে রাজ্যে। উত্তরের হিমালয় সংলগ্ন জেলাগুলির পাশাপাশি গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে রাতের তাপমাত্রা। অর্থাৎ, ‘শীতকাল’ এসে না পড়লেও শুক্রবার থেকেই শীতের আমেজ আসতে চলছে বঙ্গে!
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। দক্ষিণের কোথাওই বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আগামী দু’দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার হেরফের হবে না বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। তার পর থেকে তিন দিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় নামতে পারে রাতের পারদ। তাপমাত্রা কমতে পারে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গেও দেখা যাবে একই চিত্র। যদিও মঙ্গল ও বুধবার দার্জিলিং এবং কালিম্পঙে বিক্ষিপ্ত ভাবে সামান্য বৃষ্টি হতে পারে। জলপাইগুড়িতে বুধবার সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ফের বৃষ্টি হতে পারে দার্জিলিঙে। তবে, উত্তরের বাকি জেলাগুলিতে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে।
পাহাড় সংলগ্ন এলাকাতেও আগামী দু’দিন রাতের তাপমাত্রার পরিবর্তন হবে না বলে জানিয়েছে আলিপুর। তবে তার পর থেকে রাতের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কমতে পারে উত্তরবঙ্গেও। ফলে সপ্তাহ শেষেই শীতের আমেজ দেখা দিতে পারে উত্তরের জেলাগুলিতে।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৫ ডিগ্রি বেশি। মঙ্গলবারও শহরের সর্বনিম্ন তাপমাত্রা একই থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৫ ডিগ্রি কম। মঙ্গলবার সারা দিন আকাশ অংশত মেঘলাই থাকবে কলকাতায়।