• 'মমতা চাকরি দিতে পারবেন না,' গ্রুপ D চাকরিপ্রার্থীদের মঞ্চে নিশানা শুভেন্দুর
    আজ তক | ১২ নভেম্বর ২০২৪
  •  মহার্ঘ ভাতার দাবি নিয়ে মন্দিরতলায়  দিনরাত টানা ধরনায় বসেছেন  গ্রুপ–ডি ঐক্য মঞ্চ। সেই আন্দোলনমঞ্চেই মঙ্গলবার দুপুরে হাজির হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেই শুভেন্দু দাবি করেন '২০২৬ সালে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব।' অভিযোগ করেন বাংলাকে ধ্বংস করছেন মুখ্যমন্ত্রী।

    এদিন ভাষণের শুরুতেই শুভেন্দু বলেন গ্রুড ডি সরকারি কর্মীদের আন্দোলনে ভয় পেয়েই পাহাড়ে পালিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলায় যতক্ষণ মমতা থাকবেন কোনও নিয়োগ হবে না। রাজ্যে ৬ লক্ষ পদ অবলুপ্ত করেছে রাজ্য সরকার। শুভেন্দু দাবি করেন, রাজ্যে মমতা সরকারের আমলে দেনা বেড়েছে। বাংলায় যতক্ষণ মমতা থাকবেন বিনিয়োগ হবে না, স্থায়ী পদ অবলুপ্ত করা হচ্ছে। সেই টাকা দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে। 

    তৃণমূল জমানায় দেওয়া সব ওবিসি শংসাপত্র বাতিল করেছে হাইকোর্ট, সেই প্রসঙ্গও এদিন তুলে আনেন শুভেন্দু। বিরোধী দলনেতা বলেন, ভোটের জন্য মমতা সবাইকে ওবিসি করেছিলেন। কিন্তু আদালত অনুমোদন করেনি। ওবিসি জট না কাটলে রাজ্যে নিয়োগ হবে না।

    শুভেন্দু আরও বলেন, লক্ষ লক্ষ স্থায়ী পোস্ট তুলে দিয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। ৬ লক্ষ পদ তুলে দেওয়া হয়েছে। অমিত মিত্র বলতেন, চাকরি দিতে হবে না, কন্ট্রাকচুয়াল কর্মী নিয়োগ করা হবে।  ৭ হাজার টেমপোরারি চাকরি দেওয়া হয়েছে। ভোটের আগে ৬০ হাজার গ্রুপ ডি কর্মী  নিয়োগের কথা ছিল, কিন্তু রাজ্য জানায়  ৬ হাজার গ্রুড ডি নিয়োগ হবে।

      গ্রুপ–ডি ঐক্য মঞ্চ  আন্দোলনকারীদের পাশে থাকার আরও একবার আশ্বাস দেন শুভেন্দু অধিকারী। দাবি করেন , রাজ্যে গত একবছর যুবশ্রী ভাতা বন্ধ, নাম তোলা যাচ্ছে না এমপ্লয়মেন্টে এক্সচেঞ্জে। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রীর করার চ্যালেঞ্জ দেওয়ার পাশাপাশি এদিন ভাইপোকে জেলে পাঠানোরও  হুঁশিয়ারি  দেন শুভেন্দু। 
     
  • Link to this news (আজ তক)