• উপনির্বাচনের আগেই বসিরহাটে শুটআউট, বাড়ি থেকে ডেকে তৃণমূল কর্মীকে ‘খুন’!
    প্রতিদিন | ১২ নভেম্বর ২০২৪
  • গোবিন্দ রায়, বসিরহাট: রাজ্যের ছটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন বুধবার। তার আগে সোমবার রাতে তৃণমূল কর্মী খুন বসিরহাটে! খুনের কারণ ঘিরে ধোঁয়াশা। ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুজনকে আটক করে তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ।

    মৃত যুবকের নাম আনন্দ সরকার। বয়স ৪৪ বছর। তিনি বসিরহাট থানার ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই যুবক সোমবার রাতে বাড়িতে একাই ছিলেন। রাতে আনন্দের ফোন আসে। কেউ বা কারা তাঁকে বাড়ির বাইরে ডাকে। অভিযোগ, তাঁকে বাড়ির পাশের একটি পুকুরের সামনে নিয়ে গিয়ে মাথায় গুলি করে খুন করে দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

    পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিন জমি বিবাদ চলছিল। তা নিয়ে তাঁকে কয়েকবার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। স্ত্রী অষ্টমী সরকার বলেন, “প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিন জমি বিবাদ চলছে। প্রায়ই রাস্তাঘাটে হুমকি দিত।” তবে কি জমি বিবাদের কারণেই খুন? নাকি পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য আছে, উঠছে সেই প্রশ্ন। খুনের ঘটনায় কতজন যুক্ত, তারা কীভাবে এসেছিল? রাতে যুবককে কে বা কারা ফোন করছিল, জানতে আনন্দের কললিস্ট খতিয়ে দেখছে পুলিশ।  
  • Link to this news (প্রতিদিন)