পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকায় ‘লোকনাথ অ্যাপার্টমেন্ট’ নামে একটি আবাসনে নিরাপত্তারক্ষী হিসাবে কাজ করতেন স্থানীয় যুবক সুরজ চৌধুরী। কিছু দিন ধরেই সেই আবাসনের একাধিক টুনিলাইট খুঁজে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার হঠাৎই আবাসন থেকে কিছু লোক বাসিন্দা সুরজের বাড়িতে যায়। অভিযোগ, ওই নিরাপত্তারক্ষীকে আবাসনে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। মারধরের জেরে জ্ঞান হারান ওই নিরাপত্তারক্ষী। অচৈতন্য অবস্থায় তাঁকে কল্যাণীর জহরলাল নেহরু হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
পরে জেটিয়া থানার হস্তক্ষেপে নির্মীয়মাণ ওই আবাসনের ১৫ জন কর্মচারীকে গ্রেফতার করে পুলিশ। নিহতের পরিবারের দাবি, সুরজকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। ‘আসল অপরাধীদের’ গ্রেফতার করারও দাবি তুলেছে পরিবার।